বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার মারাত্মক অভিযোগ তুললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর পুত্রবধূ। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন উদয়ন গুহর পুত্রবধূ অপরূপা গুহ। এমনকী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কী অভিযোগ মন্ত্রী উদয়ন গুহর পুত্রবধূর?
ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে উদয়ন গুহর পুত্রবধূর অভিযোগ, তাঁর ফোন নম্বর ভাইরাল করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। উদয়ন গুহর পুত্রবধূ অপরূপা গুহ বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় ২টি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছিলেন। উনি বলেন ১০০ দিনের টাকার দাবিতে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে। সেই মতো আমিও একটা হোয়াটস্যাপ পাঠাই। তারপরে আমার সঙ্গে যা ঘটল সেটা কখনই কাম্য ছিল না। শুভেন্দু অধিকারী নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট করেন। সেই পোস্টে আমার নম্বর ভাইরাল করেন। তারপর রাত সাড়ে ১০টা থেকে বিভিন্ন নম্বর থেকে ফোন করে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছে। নোংরা মেসেজ পাঠাচ্ছে। শুভেন্দু অধিকারী ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে ফুলবাগান থানায় এফআইআর দায়ের করেছি।"
ছেলের বউয়ের সঙ্গে এমন আচরণে চটে লাল উদয়ন গুহ। কী লিখলেন ফেসবুক পোস্টে?
পুত্রবধূর ফোন নম্বর ভাইরাল করায় শুভেন্দু অধিকারীর উপর যারপরনাই ক্ষুব্ধ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহও। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, "অপরূপা (রূম্পা), আমার পুত্রবধূ। গৃহবধূ, রাজনীতির সাথে সম্পর্ক নেই। কিন্ত ভীষণভাবে রাজনৈতিক ও সমাজ সচেতন। অনেক সময় ওর পরামর্শ গ্রহণ করতে আমি কোনও দ্বিধা বোধ করি না। ছাত্রী হিসেবেA ভীষণ মেধাবী। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে কেমিস্ট্রfতে ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট। পরে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে MBA তে ফার্স্ট ক্লাস ফার্স্ট। শুধু মাত্র ছেলে মানুষ করবে বলে আজ থেকে ১২ বছর আগে স্বেচ্ছায় SBI এর চাকরি ছেড়ে দেয়। তখন ও ছিল ডেপুটি ম্যানেজার।
তিনি আরও লিখেছেন, "আজ চাকরি তে থাকলে কোথায় থাকতো!! যে পরিবারের সদস্যরা মেধা নয় রাজনীতিকে সম্বল করে সমবায় ব্যাংকের বিভিন্ন পদে বসে মানুষকে শোষণ করে তাদের পক্ষে চাকরি ছাড়ার মধ্যে সন্তান ও সংসারের প্রতি যা দায়বদ্ধতা তা উপলব্ধি করা সম্ভব নয়। আসলে অনেকের সংসারটাও ভাড়া করা। শুভেন্দু অধিকারী, আপনি জানেন না সত্যিকারের পুরুষরা মহিলাদের অসন্মান করে না, বিশেষ করে একজন অপরিচিত মহিলাকে। অসন্মান করে তারা যারা বিশেষভাবে হাতে তালি দিয়ে বলে '" এই dont touch me "
বুঝলেন কিছু?"