Advertisment

ছাত্র-মৃত্যুতে রিপোর্ট বিশ্ববিদ্যালয়ের, আগামিকাল যাদবপুরে আসছে না UGC দল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু নিয়ে এখনও জোর চর্চা রাজ্যের শিক্ষাজগতে।

author-image
IE Bangla Web Desk
New Update
Jadavpur University ABVP SFI chaos Ayodhya Ram Mandir Inauguration, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবিভিপি-এসএফআই গন্ডগোল রাম মন্দির উদ্বোধন

যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু নিয়ে এখনও জোর চর্চা রাজ্যের শিক্ষাজগতে। কৃতী ছাত্রের মর্মান্তিক পরিণতিতে পড়ুয়া সমাজদেরই একাংশের বিরুদ্ধে নিন্দার ঝড় সর্বত্র। তোলপাড় ফেলে দেওয়া এই কাণ্ড কানে যেতেই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও। ঠিক ছিল বুধবারই ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ নিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিনিধি দল পাঠাবে ইউজিসি। তবে যাদবপুরের সহ উপচার্য অমিতাভ দত্তের দাবি, ছাত্র-মৃত্যুর তদন্তে বিশ্ববিদ্যালয়ের ভূমিকায় সন্তুষ্ট ইউজিসি। তাই বুধবার বিশ্ববিদ্যালয়ে আসছে না ইউসিজিসির প্রতিনিধি দল।

Advertisment

গোটা শিক্ষাজগতকে নাড়া দিয়ে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মর্মান্তিক পরিণতি। খোদ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু গতকালই মেনে নিয়েছিলেন যে র‍্যাগিংয়েরই শিকার হতে হয়েছে পড়ুয়াকে। র‍্যাগিংয়েরই মতো নারকীয় আচরণ রুখতে বিশ্ববিদ্যালয়ের তরফে সবরকম পদক্ষেপ করার আশ্বাসও দিয়েছিলেন তিনি। র‍্যাগিং রুখতে বিশ্ববিদ্যালয়ের অন্দরের নিরাপত্তা ব্যবস্থারও খোলনলচে বদলের আশ্বাস দেন তিনি।

ইতিমধ্যেই যাদবপুর-কাণ্ডে দুই বর্তমান পড়ুয়া মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্তের পাশাপাশি গ্রেফতার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরীকেও। তাঁদের জেরা করে এই ঘটনার পিছনে আর কারা কারা জড়িত থাকতে পারে সেব্যাপারেও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই পুলিশি তদন্তে একধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।

আরও পড়ুন- র‍্যাগিংয়েরই বলি স্বপ্নদীপ! মেনে নিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার

যাবদপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এই ঘটনাকে সর্বাপেক্ষা গুরুত্ব দিয়ে অভ্যন্তরীণ তদন্ত চালাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের তরফে একটি রিপোর্ট ইউজিসিকে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের পাঠানো সেই রিপোর্ট দেখে সন্তুষ্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। সেই কারণেই বুধবার ইউজিসি প্রতিনিধি দলের বিশ্ববিদ্যালয়ে আসার কথা থাকলে তাঁরা আসছেন না। এমনই দাবি করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত।

আরও পড়ুন- যাদবপুর এখন আতঙ্কপুর! মার্কসবাদীরাই মেরেছে ছেলেটাকে, সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়

জানা গিয়েছে, ছাত্র মৃত্যুর পর তদন্ত প্রক্রিয়া যেভাবে এগোচ্ছে তার রিপোর্ট পেয়ে আপাতত খুশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সেই কারণে বুধবারই প্রতিনিধি দল না এসে বরং গোটা তদন্ত প্রক্রিয়ার উপর নজরদারি রেখে চলার সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি। নিয়মিত যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন ইউজিসির শীর্ষকর্তারা।

আরও পড়ুন- ব়্যাগিং বন্ধে কি সদিচ্ছার অভাব? কী বলছেন বিশিষ্ট মনস্তত্ত্ববিদ ইন্দ্রানী সারাঙ্গী

অন্যান্যবার বর্ণাঢ্য আয়োজনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করা হয়। যদিও এবার পড়ুয়ার অকাল-মৃত্যুতে সে অনুষ্ঠানে কাটছাঁট করা হয়েছে। এদিন ছাত্র মৃত্যুর প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে দেখা করেছেন সহ উপাচার্য অমিতা দত্ত। তারপরেই বুধবার ইউজিসির দল বুধবার না আসার কথা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন- যাদবপুরের পড়ুয়া মৃত্যু রহস্যে নয়া মোড়! ‘চিঠি’ লিখেছিলেন কে? চাঞ্চল্যকর দাবি ধৃতের মা’য়ের

swapnadeep kundu Ju Student Death Jadavpur University UGC
Advertisment