Advertisment

UK Parliamentary Election: চারশো পারে অব্যাহত 'ভারতের দাপট', 'হাউস অব কমন্সে' ভিড় ভারতীয় বংশোদ্ভূতদের

ভারতীয় বংশোদ্ভূত ২৮ জন সাংসদ যারা ব্রিটেনে নির্বাচনে বড় জয় পেয়েছেন তাঁদের মধ্যে ১২ জনই শিখ সম্প্রদায়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
Keir Starmer, UK Elections, new prime minister, Britain's election, Labour landslide victory, end of Conservative rule, Downing Street, King Charles III, rebuilding trust, Labour's majority, Rishi Sunak resignation, Conservative historic loss, Indian express news, current affairs

লেবার সাংসদ প্রীত কৌর গিল এবং তানমনজিৎ সিং ধেসি টানা তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন

UK Parliamentary Election: শুক্রবার সামনে এসেছে ব্রিটেনের নির্বাচনের ফলাফল। সেখানে স্পষ্টতই চোখে পড়েছে 'ভারতীয়দের' আধিপত্য। ২৮ জন প্রার্থী জয়ী, রেকর্ড গড়েছেন শিখ সম্প্রদায়।

Advertisment

ব্রিটেনের নির্বাচনে বিরাট জয় পেয়েছে লেবার পার্টি। কিয়ের স্টারমার ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তার লেবার পার্টি ৪১২টি আসন পেয়েছে। ব্রিটেনে সরকার গড়তে ৩২৬টি আসনের প্রয়োজন ছিল

ব্রিটেনে অনুষ্ঠিত নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ২৮ জন সাংসদ নির্বাচিত হয়েছেন। যা ইতিমধ্যেই রেকর্ড গড়েছে। শুক্রবার (৫ জুলাই) সামনে এসেছে নির্বাচনের ফলাফল। তাতেও চোখে পড়েছে ভারতীয়দের দাপট। এবারের নির্বাচনে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি শোচনীয় পরাজয়ের মুখোমুখি হয়েছে। লেবার পার্টি এই নির্বাচনে জয়ী হয়েছে এবং ৪০০ টিরও বেশি আসন জিতেছে। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির কেয়ার স্টারমার।

আরও পড়ুন : < Hathras Stampede: অবশেষে হাথরস কাণ্ডে মুখ খুললেন ‘ভোলে বাবা’, কী বললেন স্বঘোষিত এই ‘গডম্যান’? >

ভারতীয় বংশোদ্ভূত ২৮ জন সাংসদ যারা ব্রিটেনে নির্বাচনে বড় জয় পেয়েছেন তাঁদের মধ্যে ১২ জনই শিখ সম্প্রদায়ের। 'হাউস অব কমন্সে' নির্বাচিত ৬ মহিলাও। জয়ী শিখ সাংসদরা সকলেই সবাই লেবার পার্টির। এর মধ্যে প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন ৯ জন, তৃতীয়বারের মতো জনগণের ভোটে সুযোগ পেয়েছেন ২ সাংসদ। একইভাবে, একজন শিখ সাংসদ দ্বিতীয়বার হাউস অফ কমন্সে যাওয়ার সুযোগ পেয়েছেন।

UK poll 2024
Advertisment