Advertisment

Sheikh Hasina: কোন সহজ কাজেই ব্রিটেনে আশ্রয় পেতেন শেখ হাসিনা? স্পষ্ট করল সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রক

Bangladesh Crisis: সোমবারই বাংলাদেশ ছেড়ে প্রথমে ভারতে এসে আশ্রয় নেন শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা। ভারতে এসে প্রথমে গাজিয়াবাদের হিন্ডোন এয়ারবেসে নামেন তাঁরা। তবে আপাতত দিল্লিতে তাঁদের রাখার বন্দোবস্ত করেছে ভারত সরকার। সূত্রের খবর ব্রিটেনে থাকতে চেয়ে আবেদন জানিয়েছেন শেখ হাসিনা। কিন্তু এখনও সেখান থেকে কোনও সবুজ সংকেত না আসায় আপাতত দিল্লিতেই থাকতে অনুমতি দিয়েছে ভারত সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
what uk syas on sheikh hasinas asylum in their country, শেখ হাসিনা, ব্রিটেন, ভারত

Sheikh Hasina: বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

UK on Sheikh Hasina Asylum: সোমবারই দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্রের দাবি, শেখ হাসিনা ব্রিটেনে আশ্রয় চেয়েছেন। তবে মুজিব-কন্যাকে ব্রিটেনে থাকার জন্য এখনও অনুমতি দেয়নি সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক। তবে ঠিক কোন পদ্ধতি অনুসরণ করলে শেখ হাসিনা ব্রিটেনে আশ্রয় পেতে পারতেন, ভারতীয় এক সংবাদমাধ্যমেকে সেব্যাপারেই বিশদে জানিয়েছেন ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক।

Advertisment

এই মুহূর্তে ভারতে এসে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্রের খবর ইতিমধ্যেই ব্রিটেনে আশ্রয় চেয়ে আবেদন করেছেন মুজিব-কন্যা। কিন্তু এখনও শেখ হাসিনাকে ব্রিটেনে আশ্রয় নেওয়ার ছাড়পত্র দেয়নি সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গিয়েছে, শেখ হাসিনার আবেদন এখন বিবেচনাধীন। তবে এই মুহূর্তেই চটজলদি কোনও সিদ্ধান্ত নিতে নারাজ সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছে, এর আগে কঠিন সময় কাউকে আশ্রয় দেওয়ার ইতিহাস ব্রিটেনের রয়েছে। তবে ব্রিটেনে পৌঁছে গিয়ে সেখানে আশ্রয় চাওয়ার নিয়ম নেই। আগে থেকে এব্যাপারে আবেদন জানাতে হয়। যদিও শেখ হাসিনা তেমন সময় পাননি।

আরও পড়ুন- Bangladesh Unrest: ‘খুন, লুঠ-আগুন, জানি না কী হবে!’ আতঙ্ক সঙ্গী করেই বাংলাদেশে ফিরলেন রাধারানী দেবী, পরিমল ঘোষরা

উল্লেখ্য, সোমবারই বাংলাদেশ ছেড়ে প্রথমে ভারতে এসে আশ্রয় নেন শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা। ভারতে এসে প্রথমে গাজিয়াবাদের হিন্ডোন এয়ারবেসে নামেন তাঁরা। তবে আপাতত দিল্লিতে তাঁদের রাখার বন্দোবস্ত করেছে ভারত সরকার। সূত্রের খবর ব্রিটেনে থাকতে চেয়ে আবেদন জানিয়েছেন শেখ হাসিনা। কিন্তু এখনও সেখান থেকে কোনও সবুজ সংকেত না আসায় আপাতত দিল্লিতেই থাকতে অনুমতি দিয়েছে ভারত সরকার।

আরও পড়ুন- India Bangladesh Border: বাংলাদেশে জেল-মুক্তি কয়েকশো বন্দির, জঙ্গি-অনুপ্রবেশ রুখতে বাংলার সীমান্তে দুরন্ত তৎপরতা BSF-এর

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ব্রিটেন সরকারও। কিছুদিন আগেই ব্রিটেনে ক্ষমতায় এসেছে লেবার পার্টি। ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। তাঁর সরকার শেখ হাসিনার আবেদনটি এখনও নাকচ না করলেও সবুজ সংকেতও দেয়নি।

এদিকে, বাংলাদেশ থেকে ভারতে আসা নাগরিকদের একটি বড় অংশ কিন্তু হাসিনার উপর যারপরনাই ক্ষুব্ধ। কলকাতা শহরে চিকিৎসা, ব্যবসার কাজে আসা এমনই কিছু বাংলাদেশি নাগরিক তাঁদের দেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সামনে। শেখ হাসিনার শাসনের পতনের পর কলকাতা থেকে বাংলাদেশে মিষ্টি নিয়ে যেতে চান তাঁরা। দেশে ফিরে বিজয় উৎসবেও সামিল হতে চান। কলকাতায় সদর স্ট্রিটে রীতিমতো হাসিনার পতন নিয়ে স্লোগান দিলেন এদেশে বেড়াতে আসা বাংলাদেশিরা।

India Sheikh Hasina Britain Bangladesh Violence
Advertisment