ঘুমের মধ্যেই আগুনে ঝলসে মৃত্যু দম্পতি ও তাঁদের ১০ মাসের শিশুর। মর্মান্তিক এই ঘটনা শনিবার রাতে উলুবেড়িয়ার ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বাড়িতে আগুন লাগে। শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম ইয়াসিন মল্লিক (৩২), মহিমা বেগম (২৭) এবং হুমায়রা খাতুন (১০ মাস)। ইয়াসিন তাঁর স্ত্রী এবং কন্যাসন্তানের সঙ্গে পুড়ে মারা গেছেন। ইয়াসিনের মা নুরজাহান বেগমও অগ্নিদগ্ধ। তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
জানা গিয়েছে, সেলাইয়ের কাজ করতেন ইয়াসিন। শনিবার রাতে কাজ থেকে এসে খাওয়া-দাওয়ার পর ঘুমোতে যায় পরিবার। একটি ঘরে ছিলেন ইয়াসিন ও তাঁর স্ত্রী-কন্যা। রাত তিনটে নাগাদ সম্ভবত আগুন লাগে। আচমকা দাউ দাউ আগুন ছড়িয়ে পড়ে বাড়িতে। কিছু বুঝে ওঠার সুযোগ হয়নি তাঁদের। ঘুমের মধ্যেই পুড়ে মারা যান তাঁরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় নুরজাহান বেগমকে।
আরও পড়ুন শাহের পুজো উদ্বোধনে ব্যস্ত থাকবেন শুভেন্দু, বিধানসভার বিশেষ অধিবেশনে থাকছে না বিজেপি
ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় দমকলের একটি ইঞ্জিন। উলুবেড়িয়া থানার পুলিশ বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল।