/indian-express-bangla/media/media_files/2025/11/03/unclaimed-money-in-bank-check-online-rbi-udgam-portal-2025-11-03-13-49-38.jpg)
আপনার পরিবারের দাবিহীন টাকা কি ব্যাংকে এখনও পড়ে রয়েছে? জানবেন কীভাবে?
Unclaimed Amount: আপনার পরিবারের কী কোন সদস্যের দাবিহীন টাকা এখনও ব্যাংকে পড়ে আছে?সহজেই জেনে নিতে পারবেন আপনি নিজেই।
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (RBI) নিয়ম অনুযায়ী, যদি কোনও ব্যাংক অ্যাকাউন্টে ১০ বছর ধরে কোনও লেনদেন না হয়, তাহলে সেই টাকাকে দাবিহীন অর্থ (Unclaimed Amount) হিসেবে গণ্য করা হয়। এই টাকাগুলি বছরের পর বছর ব্যাংকের হিসেবেই পড়ে থাকে, অথচ অনেক পরিবারই জানেন না তাদের প্রিয়জনদের অ্যাকাউন্টে এখনও সেই দাবিহীন অর্থ জমা রয়েছে।
আরও পড়ুন- FD-তে ৭.৫% পর্যন্ত সুদ, কোন ব্যাঙ্কে বিনিয়োগে হবেন মালামাল?
এই সমস্যার সমাধান করতে সম্প্রতি RBI একটি বিশেষ অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে— Udgam Portal। এই পোর্টালের মাধ্যমে সহজেই জানা যাবে কোনও ব্যক্তি বা তাঁর পরিবারের নামে দেশের যে কোনও ব্যাংকে দাবিহীন টাকা আছে কি না। প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে এবং মাত্র কয়েক মিনিটেই সম্পন্ন করা সম্ভব।
ব্যবহারকারীদের শুধু অ্যাকাউন্টধারীর নাম, জন্মতারিখ এবং প্যান নম্বর এন্টার করাতে হবে। যদি তথ্য ব্যাংকের রেকর্ডের সঙ্গে মিলে যায়, তাহলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ব্যাংকের নাম ও বিবরণ দেখাবে। এরপর সহজ প্রক্রিয়ায় দাবিও জানানো যাবে।
আরও পড়ুন-তুমুল চাহিদাতে সোনার দাম বাড়ল না কমল? জানুন দিল্লি, মুম্বই এবং কলকাতায় আজ হলুদ ধাতুর দর
দাবি জানানোর জন্য পরিবারের সদস্যদের ব্যাংকে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে— যেমন পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র এবং প্রয়োজনে ডেথ সার্টিফিকেট। যাচাই সম্পূর্ণ হওয়ার পর, ব্যাংক আইনগত দাবিদারের কাছে টাকা হস্তান্তর করবে।
দেশজুড়ে বর্তমানে হাজার হাজার কোটি টাকার দাবিহীন অর্থ ব্যাংকগুলিতে জমে আছে। তাই যদি আপনার পরিবারের কারও পুরনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে যা বহু বছর ব্যবহার হয়নি, তাহলে আজই RBI Udgam Portal-এ গিয়ে পরীক্ষা করে দেখুন। হতে পারে, আপনার প্রাপ্য অর্থ এখনও সেই অ্যাকাউন্টেই পড়ে রয়েছে।
আরও পড়ুন- রাহু-কেতুর দোষ থেকে মিলবে মুক্তি, কাটবে খারাপ প্রভাব, দেব দীপাবলির দিনে করুন এই বিশেষ কাজ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us