Advertisment

Durgapuja 2024 : গঙ্গার তলায় মেট্রোয় চড়ে এবার হবে ঠাকুর দেখা, পুজোয় রয়েছে চমকের ছড়াছড়ি

Durgapuja 2024 : হাতে গোণা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। নাওয়া খাওয়া ভুলে দিনরাত চলছে প্রতিমা-মন্ডপ তৈরির শেষ মুহূর্তের চূড়ান্ত ব্যস্ততা। সাবেকী পুজোর মাঝে থিমের পুজোর রমরমা এখন কলকাতা জুড়েই।

author-image
Sayan Sarkar
New Update
under water metro theme

অভিনব থিমে বড় চমক

Durgapuja 2024: গঙ্গার তলায় মেট্রোয় চড়ে এবার হবে ঠাকুর দেখা। অভিনব থিমে দুর্গাপুজোয় সেরা চমক দিতে তৈরি উল্টোডাঙ্গার কবিরাজ বাগান সার্বজনীন। প্রতিবছর দুর্গাপুজোয় একেবারে সাম্প্রতিক ঘটনাকে থিম করে দর্শনার্থীদের মন জয় করে নেয় এই বারোয়ারি। এবারেও তার কোন ব্যক্তিক্রম নেই। ২০২২ এ প্রয়াত গায়ক কে. কে-এর স্মরণে থিম বানিয়ে আপামোর বাঙালিকে চমকে দিয়েছিল কবিরাজ বাগান। একই সঙ্গে ২০২৩ এ কেরলের হাউসবোটের অভিনব থিম মুগ্ধ করেছিল মন্ডপে আগত দর্শনার্থীদের। এবার চমক জলের নিচের হাওড়া মেট্রো। 
 
হাতে গোণা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। নাওয়া খাওয়া ভুলে দিনরাত চলছে প্রতিমা-মন্ডপ তৈরির শেষ মুহূর্তের চূড়ান্ত ব্যস্ততা। সাবেকী পুজোর মাঝে থিমের পুজোর রমরমা এখন কলকাতা জুড়েই। প্রতিবছরই নিত্য নতুন থিমে দর্শনার্থীদের মন জুড়িয়ে দেয় কলকাতার একাধিক বারোয়ারি। তারই মধ্যে অন্যতম উল্টোডাঙ্গার কবিরাজবাগান সার্বজনীন। 

Advertisment

চলতি বছর দুর্গাপুজোর থিমে বিশেষ চমক দিতে চলেছে এই পুজো কমিটি। দর্শনার্থীদের একেবারে ফ্রি'তে আন্ডার ওয়াটার মেট্রো চড়ার সুযোগ নিয়ে এসেছে তারা। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড আন্ডার ওয়াটার মেট্রো চালু হয়েছে এবছরই। যা যাতায়াতের এক নতুন দিগন্তকে খুলে দিয়েছে। এবার সেই 'আন্ডার ওয়াটার' মেট্রোকেই পুজোর থিমে তুলে  ধরছে কবিরাজ বাগান পুজো কমিটি। একই মন্ডপে দেখা যাবে হাওড়া ব্রিজ, দক্ষিণেশ্বের মন্দির। তৈরি হয়ে গিয়েছে হাওড়া ব্রিজের লোহার স্ট্রাকচারও।

পুজো কমিটির তরফে জানানো হয়েছে, 'প্রতিবছর থিমে নতুন কিছু চমক আনে কবিরাজ বাগান। এবছরও তার ব্যতিক্রম নেই। গত দুবছরেও একের পর এক চমক দিয়েছে কবিরাজ বাগান। ৫৭ তম বর্ষে উল্টোডাঙার কবিরাজ বাগানের দুর্গাপুজোর থিম ছিল কেকে, আগের বছর ৫৮ তম বছরে কবিরাজ বাগান সর্বজনীনের থিম ছিল কেরলের হাউজবোট। আর ৫৯ তম বর্ষে আন্ডার ওয়াটার মেট্রো থিমে দর্শনার্থীদের মন ভরিয়ে তুলতে চলছে একেবারে শেষের প্রস্তুতি'। 

Under Water Metro Kolkata Durgapuja
Advertisment