রাজ্য বা কেন্দ্রের মন্ত্রীকে ঘিরে নানা ইস্যুতে বিক্ষোভ-অবরোধের ঘটনা নতুন নয়। নানা জায়গায় এ দৃশ্য অহরহ চোখে পড়ে। তবে এবার নিজের লোকসভা কেন্দ্রেই বেনজির পরিস্থিতির মুখোমুখি হতে হলে কেন্দ্রীয় মন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারকে। দলের জেলা কার্যালয়ে তাঁকে তালাবন্ধ করে রাখার অভিযোগ উঠল।
বিজেপি কর্মীরাই দলের নেতা তথা কেন্দ্রের মন্ত্রীকে তালাবন্ধ করে রেখে দেন বলে অভিযোগ…
মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদকে দলের কার্যালয়ের ঘরে তালাবন্ধ করে রাখার অভিযোগ বিজেপি কর্মীদেরই একাংশের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, বাঁকুড়ায় নিজের মর্জি মতো দল পরিচালনা করতে চাইছেন কেন্দ্রীয় মন্ত্রী। জেলা বিজেপি সভাপতিও তাঁর সঙ্গে রয়েছেন। নিজেদের ইচ্ছে মতো কিছু 'অযোগ্য' লোককে দলের নানা পদে বসিয়ে সংগঠনকে দুর্বল করে দিচ্ছেন তাঁরা।
এদিন এই অভিযোগ তুলে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে ঘিরে চলে প্রবল বিক্ষোভ। এরই মধ্যে একদল ক্ষুব্ধ কর্মী সাংসদকে দলের জেলা কার্যালয়ের একটি ঘরে ঢুকিয়ে তালা বন্ধ করে দেন বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে এদিন তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে পার্টি অফিস চত্বরে। বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে মারামারি পর্যন্ত হয়েছে।
আরও পড়ুন- মানিকের আরও কীর্তি ফাঁস! পার্থর উদাহরণ তুলে আদালতে ইডি’র বিস্ফোরক দাবি
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। তাঁরাই তালা খুলে কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধার করে। দীর্ঘক্ষণ পার্টি অফিসে তালাবন্ধ থাকতে হয় তাঁকে। তবে ভারত সরকারের মন্ত্রী হওয়ার সুবাদে সুভাষ সরকারের সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সব সময় থাকে। তাঁরা থাকতেও কীভাবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে এমন নজিরবিহীন পরিস্থিতির মুখে পড়তে হল তা নিয়ে প্রশ্ন উঠেছে।