১০০ দিনের কাজের আটকে রাখা টাকা চাইতে গত বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২৫ জন তৃণমূল সাংসদ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের দফতরে হাজির হয়েছিলেন। আগে থেকে জানিয়ে গেলেও ওই সময় দফতরে মন্ত্রী ছিলেন না। কোথায় মন্ত্রী? গিরিরাজ সিংয়ের আপ্ত সহায়ক তৃণমূল সাংসদ অভিষেককে জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বিহারে গিয়েছেন। এক সপ্তাহের আগে তাঁর দিল্লিতে ফেরার সম্ভাবনা নেই। মজার বিষয়, এরপর দিন বৃহস্পতিবারই সংসদ ভবনে তৃণমূল সাংসদদের মুখোমুখি হন মোদী মন্ত্রিসভার সদস্য গিরিরাজ সিং। ঘটনায় হতবাক হয়ে যান এ রাজ্যের শাক দলের সাংসদরা। মন্ত্রীকে দেখা মাত্রই তৃণমূল সাংসদরা তাঁর বিহার যাত্রা, দিল্লিতে না থাকার বিষয়টি তুলে ধরেন। জানতে চান কেন কেন্দ্রীয় মন্ত্রী আপ্ত সহায়ক বুধবার দফতরে বসে মিথ্যে বলেছিলেন।
এই ধরণের ঘটানার প্রেক্ষিতে শুক্রবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে তৃণমূলের তরফে চিঠি লেখা হয়েছে। তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ব্রায়েন চিঠিতে প্রশ্ন তুলেছেন, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য দেওয়া কি গ্রামোন্নয়ন মন্ত্রক বা মন্ত্রীর তরফে শোভা পায়? তা কি অনৈতিক নয়?
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংকে দেওয়া চিঠিতে তৃণমূলের সংসদয়ীয় দল জানতে চেয়েছে যে , 'আপনি বলুন কবে দেখা করতে পারবেন।' তৃণমূলের দাবি, বাংলার বঞ্চিত জনগনের জন্য লড়াইয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ অত্যন্ত্য গুরুত্বপূর্ণ।