scorecardresearch

মারাত্মক অভিযোগ, সব কাজ ফেলে আদালতে আত্মসমর্পণ কেন্দ্রীয় মন্ত্রীর

তাঁকে ফাঁসানো হয়েছে বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর।

union minister nisith pramanik appears alipurduar court
আদালতে হাজিরা কেন্দ্রীয় মন্ত্রীর।

১৪ বছর আগে আলিপুরদুয়ার শহর লাগোয়া সোনার দোকানে চুরির মামলায় আদালতে হাজিরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এদিন নির্ধারিত সময়ে আলিপুরদুয়ার আদালতে হাজিরা দিয়েছেন অমিত শাহের ডেপুটি। ১৪ বছর আগে দুটি সোনার দোকনে চুরির ঘটনায় নাম জড়িয়েছিল কোচবিহারের বিজেপি সাংসদের। সেই চুরি সংক্রান্ত মামলার জেরেই এদিন আদালতে হাজিরা দেন নিশীথ।

উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আলিপুরদুয়ারের আদালত। ২০০৯ সালে আলিপুরদুয়ার শহরের কাছে দুটি সোনার দোকানে চুরির অভিযোগ ওঠে। সেই ঘটনায় নাম জড়িয়েছিল নিশীথ প্রামাণিকের। ২০১৯ সালের পর নিশীথ প্রামাণিক সাংসদ হওয়ার পর সেই মামলা বারাসত এমপি আদালতে সরে যায়। যদিও শেষমেশ ফের সেই মামলাটি আলিপুরদুয়ারের আদালতেই ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন- ‘এলি তেলি গঙ্গারাম’, শীর্ষ তৃণমূল নেতাকে তাচ্ছিল্য মিঠুন চক্রবর্তীর

তাঁর বিরুদ্ধে এমন অভিযোগকে শুরু থেকেই উদ্দেশ্যপ্রণোদিত বলে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও আইনি পথে মামলা এগোতেই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দেয় আলিপুরদুয়ারের আদালত। যদিও পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্ট সেই গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ দেয়। তবে কেন্দ্রীয় মন্ত্রীকে আলিপুরদুয়ার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন- ‘মিথ্যা কথা-রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’, আইনজীবীদের একাংশকে সরাসরি তোপ অরুণাভ ঘোষের

সেই মতো মঙ্গলবার সকালে আলিপুরদুয়ারের আদালতে হাজিরা দেন অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক। এদিন বেশ কিছুক্ষণ আদালতে ছিলেন কোচবিহারের বিজেপি সাংসদ। পরে আদালত থেকে বেরিয়ে তিনি বলেন, ‘বিরোধীদের রাজ্যজুড়ে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। চক্রান্ত করে আমাকেও ফাঁসানো হয়েছে।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Union minister nisith pramanik appears alipurduar court