operation sindoor news: পাক বর্বরতা বাড়ছে, লাগাতার গোলাবর্ষণের বলি জওয়ান-সহ ১২ ভারতীয়, সর্বদল বৈঠকে শাহ

india pakistan news latest:ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গিঘাঁটিতে 'অপারেশন সিঁদুর' চালিয়েছে। ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে লস্কর, জইশ, হিজবুলের মতো পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের সদর দফতর।

india pakistan news latest:ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গিঘাঁটিতে 'অপারেশন সিঁদুর' চালিয়েছে। ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে লস্কর, জইশ, হিজবুলের মতো পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের সদর দফতর।

author-image
IE Bangla Web Desk
New Update
Amit Shah

Amit Shah: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

india pakistan tension: পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ভিতরে থাকা ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। মঙ্গলবার মধ্যরাতের সেই ২৫ মিনিটের Operation Sindoor-এ থরহরি কম্প দশা পাকিস্তানে। চূড়ান্ত সতর্কতা এদেশেও। বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক সংসদ ভবনে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিরোধী নেতাদের গোটা অপারেশন নিয়ে ব্রিফিংয়ে ব্যস্ত। এই বৈঠকে হামলার পরের পরিস্থিতি এবং ভারতের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার সম্ভাবনা।

Advertisment

এদিন সর্বদলীয় বৈঠকের পর কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে বলেন, “সঙ্কটের মুহূর্তে আমরা সরকারের সাথে আছি।” বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, “আমরা সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছি। মল্লিকার্জুন খাড়গে যেমন বলেছেন, তারা (সরকার) বলেছেন যে কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই না।”

এদিকে, সীমান্তে পাকিস্তানের বর্বরতা জারি রয়েছে। কাশ্মীরে পাকিস্তানের গোলাবর্ষণে ১৩ জন নিহত হয়েছেন। বুধবার পাকিস্তানি সেনাবাহিনীর লাগাতার গোলাবর্ষণে ১২ জন সাধারণ নাগরিকের পাশাপাশি একজন ভারতীয় সেনাকর্তা নিহত হয়েছেন। এছাড়াও ২ সিআরপিএফ জওয়ান সহ ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিকে অপারেশন সিঁদুরের পর পাকিস্তান কর্তৃক যে কোনও সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার বিরুদ্ধে পরিকাঠামো প্রস্তুত রাখতে বলেছেন।

Advertisment

আরও পড়ুন- Helicopter crash: উত্তরাখণ্ডে ভয়াবহ কাণ্ড! দেহরাদুন থেকে উড়তেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত্যুমিছিলে হাহাকার

অন্যদিকে, দেশজুড়ে মক ড্রিল বুধবার ২৪৪টিরও বেশি জেলায় মক ড্রিল হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পরে ভারতীয়দের সম্ভাব্য প্রতিকূল পদক্ষেপের জন্য প্রস্তুত করার লক্ষ্যে নাগরিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবেই বিশেষ এই তৎপরতা নেওয়া হয়েছিল রাজ্যে-রাজ্যে। বিমান হামলার সাইরেন বাজানো হয়েছিল, বিদ্যুৎ বিভ্রাটও লক্ষ্য করা গিয়েছিল। দ্রুত মানুষজনকে অন্যত্রা সরিয়ে নেওয়া থেকে শুরু করে অস্থায়ী স্বাস্থ্য ব্যবস্থাও তৈরি করা হয়েছিল। মহড়াগুলি দেশের বিভিন্ন প্রান্তে একেবারে নির্ভুলতার সঙ্গেই পরিচালিত হয়েছিল।

আরও পড়ুন- Kolkata News Live Updates: তৃণমূলের দাপুটে নেতাকে পরপর গুলি, চূড়ান্ত উত্তেজনায় তুমুল চাঞ্চল্য!

amit shah pakistan India OPERATION SINDOOR