Advertisment

Chandannagar Jagadhatri Puja 2024: সন্তানের বিবেককে জাগিয়ে তোলার আকুতি মায়ের, অভিনব থিম নজর কাড়বেই

Chandannagar Jagadhatri Puja 2024: সব শেষে একটি আয়না বসানো হয়েছে। যেখানে নিজের প্রতিচ্ছবি দেখা যায় আর সেখানেই মা লিখছেন, " খোকা তোর নিজের বিবেককে একবার দেখ"- ইতি তোমার মা।

author-image
Uttam Dutta
আপডেট করা হয়েছে
New Update
Jagadhatri Puja 2024.

সেরার সেরা থিমে চমকে দিল বোড় দিঘির ধার - ছবি- উত্তম দত্ত

 

Advertisment

Chandannagar Jagadhatri Puja 2024: থিমের নাম "ইতি তোমার মা"। অসাধারণ একটি মানবিক বিষয়কে থিমের মধ্যে দিয়ে তুলে ধরেছে এই পুজো কমিটি।

চন্দননগর বোড় দিঘির ধার শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির পুজো এবার না দেখলেই নয়। উত্তর চন্দননগরের সবচেয়ে প্রাচীন এই পূজো এবার ৭২ তম বর্ষে পা দিল। জিটি রোডের কাছে এই পূজা মন্ডপ টি তৈরি হয়েছে এক অন্তঃসত্ত্বা মা এর আদলে। তাঁর পেটের ভেতর দিয়েই মূল মণ্ডপে ঢোকার রাস্তা। মণ্ডপের ভেতরে গেলে বর্তমান সমাজে মায়ের যে করুণ অবস্থা তা সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পী ভৃতিভূষণ মন্ডল। 

মন্ডপ কে বাড়ি ধরে নিলে দেখা যাবে চারিদিকে ১২টি জানলা। প্রত্যেকটিতে মা জানলা ধরে কারোর জন্য অধীর অপেক্ষা করছেন। মণ্ডপের মাঝে খাঁচায় মা বন্দি হয়ে আছেন। 

পুজো কমিটির সদস্য সম্রাট সেন জানালেন, "এবারে আমাদের থিমে আমরা দেখিয়েছি একজন মা যখন অন্তঃস্বত্বা থাকেন তখন আসন্ন সন্তানের জন্য তাঁর মন খুশিতে ভরে ওঠে। সেই মা সন্তানদের আপন স্নেহে লালনপালন করেন। এরপর দেখা যায় সেই সন্তান রাই বড় হয়ে মা কে হোমে পাঠিয়ে ছেড়ে চলে যান। মা হয়ে যান গৃহবন্দী। প্রত্যেকটি মুহূর্তই মডেল করে সুন্দর ভাবে দেখানো হয়েছে"।

'ওরা আমায় বাঁচতে দেবে না', মেয়ের আর্তিতে বুক কেঁপে উঠল মায়ের, মর্মান্তিক পরিণতিতে গায়ে কাঁটা দেবে

সব শেষে একটি আয়না বসানো হয়েছে। যেখানে নিজের প্রতিচ্ছবি দেখা যায় আর সেখানেই মা লিখছেন, " খোকা তোর নিজের বিবেক কে একবার দেখ"- ইতি তোমার মা। এটাই আমাদের থিম জানান সম্রাট।

Chandannagar Jagadhatri Puja 2024
Advertisment