Advertisment

'আমরা আর পারছি না, নিয়োগ দিন', অনশনেই দাবি ছিনিয়ে নেওয়ার ডাক আন্দোলনকারীদের

দ্রুত নিয়োগের দাবিতে আমরণ অনশনে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Upper primary job seekers on hunger strike demanding quick recruitment

নিয়োগের দাবিতে অনশনে আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা।

দ্রুত নিয়োগের দাবিতে আমরণ অনশনে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। শীতের রাতে খোলা আকাশের নিচে দিন-রাত ধরনায় চাকরিপ্রার্থীরা। ২০১৫ সালে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষা হলেও এখনও মেলেনি নিয়োগ। নিয়োগের দাবিতে একাধিকবার সোচ্চার হলেও মেলেনি সুরাহা। এবার তাই একরোখা আন্দোলনেই দাবি ছিনিয়ে নেওয়ার ডাক চাকরিপ্রার্থীদের। সল্টলেকের করুণাময়ীতে আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের আমরন অনশনের ৪৮ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। সরকারিস্তর থেকে এখনও কোনও প্রতিনিধি গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেননি বলে অভিযোগ।

Advertisment

গতকাল আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরন, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি, পদ্মশ্রী কাজী মাসুম আক্তাররা। চাকরিপ্রার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছেন তাঁরাও। করুণাময়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে তাঁদের আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের।

আরও পড়ুন- কলকাতায় ১৮-র ঘরে পারদ, শীতের ধমাকাদার ব্যাটিং শুরু রবিবার থেকেই?

শুক্রবার সকালেও অনশন কর্মূচি জারি আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের। আপার প্রাইমারিতে নিয়োগেও বিস্তর দুর্নীতি হয়েছে বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের। টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন আন্দোলনকারীরা।

এদিন সকালে সংবাদমাধ্যমের কর্মীরা গেলেও তাঁদের সামনেও সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় চাকরিপ্রার্থীদের। "আমরা আর পারছি না, নিয়োগ দিন। আমাদের দয়া করুন।" সংবাদমাধ্যমের সামনে এভাবেই কাতর আর্জি জানাতে দেখা গিয়েছে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের।

West Bengal protest Upper primary
Advertisment