সপ্তাহের শুরুতেই বিধানসভা, তারপর বিধায়ক হস্টেল, বৃহস্পতিবার সকালে আচার্য ভবনের পর এবার মেট্রো স্টেশনের মধ্যে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ সরালো! চাকরির দাবিতে এদিন দুপুরে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে ঢুকে বিক্ষোভ দেখান উচ্চ প্রাথমিকের 'ন্যায্য'চাকরিপ্রার্থীরা। যা ঘিরে হুলস্থূলকাণ্জ বেঁধে যায়।
উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের দাবি, আর সহ্য করা যাচ্ছে না, আজই প্য়ানেল প্রকাশ করে নিয়োগ করতে হবে। এই দাবিতে এদিন সাকেল সল্টলেকের পর কালীঘাট অভিযানের সিদ্ধান্ত নেন বিক্ষোভকারীরা। হাজরা মোড়ে বিক্ষোভকারীরা পৌঁছলে উত্তেজনা ছড়ায়। শুরু হয় ধরপাকড়। ৩০ জন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। বাকিরা হাজরা মোড়ে যতীনদাস পার্ক মেট্রো মেট্রো স্টেশনের ভিতর ঢুকে পড়ে। থালা হাতে মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।
মেট্রো স্টেশনে ঢুকে এ ধরণের বিক্ষোভ নজিরবিহীন। এর আগে একবার কংগ্রেস কর্মীরা মেট্রো স্টেশনে ঢুকে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেছিলেন।
এক বিক্ষোভকারীর কথায়, 'আমরা টাকা দিতে পারিনি বলে আমাদের বিগত ৯ বছর ধরে চাকরি জুটছে না। আর সহ্য করতে পারছি না। আর প্রতিশ্রুতিতে আমাদের রোখা যাবে না। আমাদের তাকরিটা চাই। না হলে আমাদের কাছে আত্মহনন ছাড়া বিকল্প নেই।'
২০১৬ সালের চাকরি প্রার্থীরা এই নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখতে শুরু করেন। তাঁদের বক্তব্য, ২০১৪ সালে টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ২০১৫ সালে পরীক্ষায় বসেন এই সমস্ত চাকরিপ্রার্থীরা। এরপর ২০১৬ সালে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। তাঁরা নিয়োগ বিজ্ঞপ্তিও পান। কিন্তু চাকরিপ্রার্থীদের অভিযোগ, নিয়োগ এখনও সম্পূর্ণ হয়নি। প্রায় ১৪ হাজার ৩৩৯ শূ্ন্যপদ থাকলেও নিয়োগ হয়নি। দীর্ঘ প্রায় সাড়ে নয় বছর যাবৎ তাঁরা চাকরি থেকে বঞ্চিত বলে দাবি তাঁদের। সেই কারণেই এদিন বিক্ষোভ।
আরও পড়ুন- লোক ঠকানোয় ‘কালীঘাটের কাকু’ ঘোল খাওয়াবেন ‘দুঁদে’ প্রতারকদেরও
আন্দোলনকারীদের আরও দাবি, হাইকোর্টের নির্দেশ থাকা সত্বেও এখনও প্যানেল প্রকাশ করা হয়নি। প্যানেল প্রকাশ না করার জন্য তাঁরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। প্রায় ২৪৪ দিন ধরে তাঁরা কলকাতার মাতিঙ্গিনি হাজরার মূর্তির সামনে ধরনা দিচ্ছেন। কিন্তু স্কুল সার্ভিস কমিশন তাঁদের দাবিতে কোনওরকম কর্ণপাত করছে না বলে দাবি চাকরিপ্রার্থীদের।
আরও পড়ুন- এখন কেমন আছেন বুদ্ধবাবু? হাসপাতাল থেকে কবে নাগাদ মিলতে পারে ছুটি?