আদালতের নির্দেশে উচ্চপ্রাথমিকে ১১০০ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। টেট উত্তীর্ণ ওই ১১০০ জনকে অনলাইনে তাঁদের নথি জমার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। তার মধ্যেই শুক্রবারের নিয়োগ বিজ্ঞপ্তিতে জট কাটার ইঙ্গিত?
উচ্চ প্রথমিকের মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও ইন্টারভিউতে ডাক না পাওয়া ১১০০ চাকরিপ্রার্থীর নিয়োগ সংক্রান্ত নোটিস দিয়েছে এসএসসি। নোটিসে উল্লেখ, মোট ১১০০ চাকরিপ্রার্থীকে তাঁদের দরকারি নথিপত্র আপলোড করতে হবে।
ডকুমেন্ট জমা শুরু আজ, অর্থাৎ শুক্রবার থেকেই। শেষ তারিখ ১৩ অগাস্ট। নোটিসে উল্লেখ, শারীরশিক্ষা ও কর্মশিক্ষার শিক্ষক বাদে উচ্চ প্রাথমিকে মোট ১১০০ শিক্ষককে নিয়োগ করা হবে সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে।