Advertisment

বিস্তর অভিযোগ, উচ্চ প্রাথমিকে আপাতত নিয়োগ বন্ধের নির্দেশ হাইকোর্টের

অভিযোগের পর অভিযোগ। উচ্চ প্রাথমিকে নিয়োগ ঘিরে সেইসব অভিযোগ খতিয়ে দেখতে আরও সময়ের প্রয়োজন রয়েছে বলেই বুধবার হাইকোর্টে জানায় কমিশন।

author-image
IE Bangla Web Desk
New Update
if fee is not paid school will not be able to stop the students from sitting for examination Calcutta HC

কলকাতা হাইকোর্ট

উচ্চ প্রাথমিকের নিয়োগে আবারও জটিলতা। আপাতত নিয়োগ বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

Advertisment

অভিযোগের পর অভিযোগ। উচ্চ প্রাথমিকে নিয়োগ ঘিরে সেইসব অভিযোগ খতিয়ে দেখতে আরও সময়ের প্রয়োজন রয়েছে বলেই বুধবার হাইকোর্টে জানায় কমিশন। সেই আবেদনের প্রেক্ষিতেই বিপুল সংখ্যক অভিযোগের নিষ্পত্তির জন্য আরও ৩ মাস স্কুল সার্ভিস কমিশনকে সময় দিল হাইকোর্ট। শিক্ষা দফতরের সহ-অধিকর্তাকে সব অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়কালে কমিশন উচ্চ প্রাথমিকে কোনও নিয়োগ করতে পারবে না।

২০১৬-তে উচ্চ প্রাথমিকে ১৬ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় ঘিরে নানা অভিযোগ উঠেছিল। তারপরই আদালতের দ্বারস্থ হন বহু আবেদনকারী। গত জুলাই মাসে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সচিব পদমর্যাদার আধিকারিকদের দিয়ে ৩ মাসের মধ্যে নিয়োগ সংক্রান্ত সব অভিযোগ খতিয়ে দেখে নিষ্পত্তি করতে হবে।

সেই মামলাতেই বুধবার কমিশন আদালতে জানায়, অভিযোগের সংখ্যা ২৫ হাজারের বেশি। আদালত সব অভইযোগের নিষ্পত্তিতে ৩ মাস সময় বেঁধে দিয়েছিল এসএসসি-কে। ওি সময়কালে সাড়ে ৬ হাজার অভিযোগের নিষ্পত্তি হয়েছে। বাকি অভিযোগ খতিয়ে দেখতে আরও সময় প্রয়োজন।কমিশন কোর্টের থেকে ৩ মাস সময় আবেদন করেন। হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চকমিশনের আর্জি মেনে নেয়।

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামে, পড়তেথাকুন

kolkata highcourt Calcutta High Court West Bengal Upper primary
Advertisment