গত দু'দিন ধরেই বাড়ছে পারদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রীতিমত গরম অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিনও একই আবাহওয়া থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। অর্থাৎ এবার সরস্বতী পুজোর সময় ঠান্ডার আমেজ থাকবে না। বাংলা থেকে কার্যত বিদায়ের পথে শীত।
হাওয়া অফিসের তথ্য অনুসারে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ৩০.১ ডিগ্রি। উভয ক্ষেত্রেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। গত ২৪ ঘন্টায় বৃষ্টি না হলেও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বনিম্ন ৩৫ শতাংশ ও সর্বোচ্চ ৯৯ শতাংশ।
কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাবে। বাড়বে রোদের প্রকোপ। ফলে গরম অনুভূত হবে।
উত্তুরে হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার লড়াইয়ে গত সপ্তাহের শুরুতে কলকাতা সহ রাজ্যে ফের ঠান্ডা পড়েছিল। কিন্তু, এ রাজ্যে প্রবেশে দাপুটে উত্তরে হাওয়া ক্রমশ দুর্বল হয়েছে। ফলে সরস্বতী পুজোর আগেই এ মরসুমে শীতের ইতি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন