Advertisment

Ram Mandir: সোমে রাম মন্দিরের উদ্বোধন, নাছোড় সংকল্প দুই বাঙালি যুবকের! অদম্য জেদে বেনজির উদ্যোগ

Ram Mandir: আগামী ২২ জানুয়ারি অর্থাৎ সোমবার উত্তর প্রদেশের অযোধ্যায় শ্রী রামের মন্দিরের উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ -সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা এবং দেশের তাবড় শীর্ষ ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে। রাম মন্দির উদ্বোধনের এই আবহে দেশজুড়ে শ্রী রাম চন্দ্রকে নিয়ে তোলপাড় ফেলা উন্মাদনা তৈরি হয়েছে তাঁর ভক্তদের মধ্যে।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Uttar Pradesh Ayodhya Ram Mandir West Bengal Malda, উত্তর প্রদেশ অযোধ্যা , রাম মন্দির, পশ্চিমবঙ্গ মালদা

Ram Mandir: আগামী ২২ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে।

Ram Mandir: আগামী ২২ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরে (Ram Mandir) উদ্বোধন। তার আগে দেশজুড়ে শ্রীরাম বন্দনায় নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। রাম মন্দির উদ্বোধনের আবহে এবার খাস বাংলায় আরও এক নজিরবিহীন কীর্তি সামনে এল।

Advertisment

মালদা (Malda) থেকে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সাক্ষী থাকতে অযোধ্যা যাচ্ছেন দুই যুবক। মালদার কোতোয়ালি মন্দিরে পুজো দিয়ে অযোধ্যায় ঐতিহাসিক রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হতে বাইক নিয়ে রওনা দিলেন মালদা শহরের দুই যুবক। পল্টু রায় ও মৃন্ময় দাস নামে ওই দুই যুবক দুই বন্ধু। দু'জনেই ভিন্ন পেশায় যুক্ত। দুই বন্ধু মিলে অযোধ্যায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

স্থানীয় দামোদর রাধা গোবিন্দ মন্দিরে (Radha Govinda Mandir) পুজো দিয়ে তাঁরা রওনা দিলেন অযোধ্যার উদ্দেশে। প্রায় ৮০০ কিলোমিটার পথ পেরিয়ে আগামী ২১ জানুয়ারির মধ্যে অযোধ্যায় পৌঁছনোর লক্ষ্য রয়েছে তাঁদের। এদিন এই দুই যুবকের যাত্রা শুরুর সময় তাঁদের শুভেচ্ছা জানাতে হাজির হন প্রচুর রামভক্ত। মালদহ থেকে বিহারের পূর্ণিয়া, দ্বারভাঙা তারপর উত্তরপ্রদেশের গোরখপুর হয়ে দু'জনে পৌঁছবেন অযোধ্যায়।

আরও পড়ুন- Devdas Smriti Mela: শরৎচন্দ্রের দেবদাস-ই অনুপ্রেরণা! বাংলার অখ্যাত এগাঁয়ের মেলার অবাক কাণ্ডে তাজ্জব হবেন!

publive-image

অযোধ্যার পথে দুই যুবকের রওনা হওয়ার আগের ছবি।

মালদা থেকে অযোধ্যার উদ্দেশে রওনা দেওয়া পল্টু রায় জানান, "আমাদের স্বপ্ন রাম মন্দির। ২২তারিখ রাম মন্দিরের প্রতিষ্ঠা লগ্নে সেখানে থাকব। কোতোয়ালি দামোদর মন্দিরে পুজো দিয়ে রামন্দিরের অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিচ্ছি।" শুধু মালদার এই ঘটনাই নয়। রাম মন্দির উদ্বোধনের আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় যাওয়ার আগ্রহ বেড়ে গিয়েছে।

আরও পড়ুন- Book Fair: একটি বইয়েই চাহিদার বিস্ফোরণ! কারণ কী? অবাক বিক্রিতে হতভম্ব বাঘা-বাঘা প্রকাশনা সংস্থা

এর আগেও একাধিক রাজ্য থেকে কেউ হেঁটে কেউ বা সাইকেলে চেপে রাম মন্দিরে উদ্দেশে রওনা দিয়েছেন, কেউ কেউ গিয়েছেন বাইকেই। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় শ্রী রামের মন্দিরের উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) থেকে শুরু করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা এবং দেশের তাবড় শীর্ষ ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন রাম মন্দিরের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে।

Maldah West Bengal Ayodhya Ram Mandir Malda
Advertisment