Uttarkashi cloudburst 2025:মঙ্গলবার ভোরে উত্তরাখন্ডের উত্তরকাশি জেলায় প্রবল বৃষ্টির জেরে আকস্মিক হড়পা বান (Cloudburst) দেখা দেয়। এই দুর্যোগে বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে গঙ্গোত্রী, মানা, মুরাডি ও দয়ারা বুগিয়াল এলাকাগুলি সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে।
হড়পা বানের ফলে পাহাড়ি ঢাল থেকে বিশাল মাপের জলস্রোত ধেয়ে আসে এবং সঙ্গে করে নিয়ে যায় পাথর, কাদা ও গাছপালা। এতে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে, রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সরকারি সূত্র অনুযায়ী, এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে। প্রায় ৫০ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ এখনো চলছে। দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা দল (SDRF), সেনাবাহিনী ও আইটিবিপি যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
ভোর থেকেই হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে দুর্গত এলাকায় নজরদারি চলছে। যেসব এলাকায় রাস্তা ভেঙে গেছে, সেখানে পায়ে হেঁটে বা দড়ি বেয়ে উদ্ধারকাজ পরিচালনা করা হচ্ছে। দুর্গতদের অস্থায়ী ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে এবং খাবার, জল ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।
এদিকে,উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং ধামি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি বৈঠক ডেকেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। কেন্দ্রীয় সরকারও রাজ্যকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে।
পাহাড়ি অঞ্চলে আকস্মিক বর্ষণের ফলে হড়পা বান একটি সাধারণ দুর্যোগ হলেও সাম্প্রতিক বছরগুলিতে এই ধরনের দুর্যোগের সংখ্যা বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত নির্মাণকাজ এর পিছনে বড় কারণ।
ভারতীয় আবহাওয়া দফতর (IMD) আগামী ২৪ ঘণ্টা উত্তরকাশি ও পার্শ্ববর্তী এলাকায় আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে, ফলে পরবর্তী হড়পা বান বা ভূমিধসের আশঙ্কা থাকছে।