১৭ দিনের বন্দিদশা কাটিয়ে মঙ্গলবারেই সন্ধেতেই মুক্তি পেয়েছে ছেলে। সেই দীপাবলির দিন থেকে উত্তরকাশীর সুড়ঙ্গে ধসে আটকে ছিলেন হুগলির বাসিন্দা সৌভিক পাখিরা। মঙ্গলবার অবশেষে তাঁকে-সহ ৪১ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। ছেলের সঙ্গে দীর্ঘ ১৭ দিন পর ফোনে কথা বললেন তাঁর মা লক্ষ্মী পাখিরা। ফোনে প্রথমেই জিজ্ঞেস করলেন, 'চেক আপ করিয়েছ তো?' ছেলের কণ্ঠস্বর শুনে স্বস্তির হাসি মায়ের মুখে।
হুগলির হরিনাখালির বাড়িতে তখন স্বস্তির নিঃশ্বাস। ১৭ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হয়েছে সৌভিক-সহ ৪১ জনকে। বাড়িতে তখন অকাল দীপাবলির উৎসবের মেজাজ। তারকেশ্বরে বাবা তারকনাথের কাছে পুজো দিয়েছিলেন গ্রামের মানুষ। তাঁরা বলছেন, বাবা তারকনাথ তাঁদের আর্জি শুনেছে। সৌভিককে সুস্থ ভাবে উদ্ধার করা হয়েছে। এবার ঘরের ছেলে ঘরে ফিরে আসার পালা।
সৌভিকের সঙ্গে ফোনে প্রথম যখন কথা বলেন, তখন তাঁর মায়ের চোখে স্বস্তির অশ্রু। ফোনের ওপার থেকে কী বললেন সৌভিক তা শোনা যায়নি। তার পর মা জিজ্ঞেস করলেন, 'সকলকে একসঙ্গে বের করেছে?'। সৌভিকের সঙ্গে সুড়ঙ্গে আটকে ছিলেন হুগলিরই নিমডাঙির বাসিন্দা জয়দেব প্রামাণিক। দুজনকেই উদ্ধার করে একসঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়। পড়শিরা চান, দুজনেই সুস্থ হয়ে ঘরে ফিরুক।
আরও পড়ুন নিরাপদে শ্রমিকরা বেরোতেই উৎকণ্ঠার অবসান! হাঁফ ছাড়ল প্রশাসন, স্মরণীয় হয়ে থাকল মুহূর্ত
মঙ্গলবার উত্তরাখণ্ডের উত্তরকাশীর সুড়ঙ্গে ৪০০ ঘণ্টার উদ্ধার অভিযান সফলভাবে শেষ হল। আটকে থাকা ৪১ শ্রমিককেই সুড়ঙ্গ থেকে বের করা হয়েছে। ১২ নভেম্বর থেকে উত্তরাখণ্ডের সিল্কিয়ারা টানেলের ভিতরে ওই শ্রমিকরা আটকে ছিলেন। উদ্ধারের পর আটকে থাকা ৪১ শ্রমিককে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। সেখানে তাঁদের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েকদিন ধরে তিনি গোটা অভিযান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। নিয়মিত খোঁজ নিচ্ছিলেন।
এদিকে, বাংলার তিন শ্রমিককে রাজ্যে নিরাপদে ফেরাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তাঁর এক্স-হ্যান্ডেলে লেখেন, ‘আমাদের মানুষজনকে সাহায্যে উত্তরকাশীতে একটি দল দৌঁড়ে গিয়েছে। নয়া দিল্লির রেসিডেন্ট কমিশনারের অফিসের সংযোগকারী অফিসার রাজদীপ দত্তের নেতৃত্বে দলটি উত্তরকাশীর সিল্কিয়ারার সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের পশ্চিমবঙ্গে তাঁদের বাড়িতে নিরাপদে ফিরিয়ে আনতে সহায়তা করবে।’
আরও পড়ুন Premium: সুড়ঙ্গ জয়ের ৪০০ ঘন্টা! ঐক্যবদ্ধ হার না মানা লড়াই, সাফল্যের এ কাহিনী চমকে দেবে
এই বিশেষ দলে রয়েছেন আরও তিন জন। এক্স হ্যান্ডলারে তাঁদের নাম ও মোবাইল নম্বর প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। দলটিতে রয়েছেন- শুভব্রত প্রামাণিক (মোবাইল ৮৯৮১২০০৪৭১), সোমনাথ চক্রবর্তী (মোবাইল ৮১৩০২৫৮৭৫০) এবং রাজু কুমার সিনহা (মোবাইল ৯৯৬৮৭৩২৬৯৫)।
এছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই দলের সদস্যরা গাড়িতে উত্তরকাশী রওনা হয়েছেন। গাড়িটির নম্বর ও চালকের নামও এক্স হ্যান্ডলারে প্রকাশ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘দলটি গাড়িতে চেপে কোচবিহারের মানিক তালুকদার, হরিনাখালির সৌভিক পাখিরা এবং হুগলির নিমডাঙ্গির জয়দেব প্রামাণিককে সহায়তায় রওনা হয়ে গিয়েছে। এঁরা উত্তরকাশীর সিল্কিয়ারা-বারকোট সুড়ঙ্গে আটকে রয়েছেন।’