RG Kar incident: আরজি করে চিকিৎসক খুন- ধর্ষণের প্রতিবাদে দুর্গাপূজার অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিল হুগলির একটি ক্লাব। গতকাল রাতে ক্লাবের তরফে দীর্ঘ আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরপাড়ার শক্তি সংঘ ক্লাবের তরফে এবার দুর্গাপূজার অনুদান না নেওয়ার কথা জানানো হয়েছে।
সম্প্রতি আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকে খুন ও ধর্ষনের প্রতিবাদে যখন দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলন চলছে, ঠিক তখন এই ন্যক্কারজনক ঘটনার দোষীদের শাস্তির দাবিতে এবার উত্তরপাড়ার একটি ক্লাব দুর্গাপূজার অনুদানের টাকা না নেওয়ার সিদ্ধান্ত প্রথমে সোশ্যাল মিডিয়ায় ও পরে ক্লাবের তরফে জানানো হয়েছে।
শক্তি সংঘের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ বলেন, ,এই সিদ্ধান্ত একদমই কোনো ভাবে রাজনৈতিক নয়, এই প্রতিবাদ আর জি কর কান্ডের দোষীদের দ্রুত শাস্তির দাবিতে, হয়তো আমদের এই বছর পূজা করতে একটু অসুবিধা হবে কিন্তু আমরা ক্লাবের সকলে মিলে এই সিদ্ধান্তে এসেছি যে আমরা দুর্গাপূজার এই অনুদান নিচ্ছি না।
যদিও এই নিয়ে উত্তরপাড়া পুরসভার শহর তৃনমূলের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ জানান," আরজি কর কান্ড নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী পথে নেমেছেন। সরকার সব রকম ভাবে চেষ্টা করছে দোষীদের শাস্তি দিতে। সিবিআই তদন্ত শুরু করেছে। এখন যদি কোনো ক্লাব এই সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা ওনাদের সম্পূর্ণ নিজেদের সিদ্ধান্ত। কিন্তু এই সিদ্ধান্ত লিখিত আকারে নির্দিষ্ট জেলা প্রশাসনের কাছে জানানো দরকার"।
আরও পড়ুন - < আরজি কর কাণ্ডে বিস্ফোরক রিপোর্ট মহিলা কমিশনের! পুলিশ-সন্দীপ ঘোষের ভূমিকায় বিরাট প্রশ্ন >
বিজেপি নেতা পঙ্কজ রাই বলেন, "যদি কোনো ক্লাব এই সিদ্ধান্ত নিয়ে থাকে আমি বলবো এই অনুদান ফিরিয়ে না দিয়ে ,সেই অনুদান দিয়ে এলাকায় নারীদের নিরাপত্তা বাড়াতে এলাকায় সি সি ক্যামেরা লাগানো, পুলিশ কোয়ার্টার এর বেহাল অবস্থা ঠিক করা এই ধরনের ভালো কাজ করতে"।