Advertisment

দেওয়ালে 'নিখোঁজ' পোস্টার, এলাকায় দাঁড়িয়েই ফেসবুক লাইভে সটান জবাব তৃণমূল বিধায়কের

'আমি আছি, ছিলাম, থাকব।'

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee has ordered DPR to build a bridge over Haldi river, মমতা ব্যানার্জী নন্দীগ্রাম হলদিয়া হলদি নদীর উপর সেতু জিপিআি কুণাল ঘোষ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরপাড়ার কোতরং এলাকায় বিধায়ক কাঞ্চন মল্লিকের 'নিখোঁজ' পোস্টার ঘিরে শোরগোল। রাজনৈতিক চাপানউতোরের তীব্রতা ক্রমশ বাড়তে থাকে। ওই পোস্টার কে লিখল বা কে দেওয়ালে সাঁটালো তার সন্ধান মেলেনি। যদিও ওই পোস্টারকে পুঁজি করেই চড়াও হয় বিজেপি। এসবের কয়েক ঘন্টার মধ্যেই নিজের বিধানসভা এলাকায় দাঁড়িয়েই ফেসবুক লাইভে হাজির খোদ 'নিখোঁজ' বিধায়ক কাঞ্চন মল্লিক। বললেন, ' কালো চশমা পরে ঘুরে বেড়ালে আমার কিছু করার নেই। জোর করে কেন নিখোঁজ করে দিচ্ছেন? আমার হাতে মিস্টার ইন্ডিয়ার ঘড়ি নেই। দুমদাম উধাও হতে পারি না। আমি আছি, ছিলাম, থাকব।'

Advertisment

তাঁর বিরুদ্ধে ওঠা 'নিখোঁজ' তকমা ঝেড়ে ফেলতে দু'বার ফেসবুক লাইভ করেন কাঞ্চন মল্লিক। দাবি করেন, ওই পোস্টার বিতর্কের সময়ও নিজের বিধানসভা কেন্দ্রের দফতরে ছিলেন তিনি। বলেন, 'কিছুক্ষণ আগে উত্তরপাড়ায় বিধায়কের কার্যালয়ে বসেছিলাম। সংবাদমাধ্যমের ফোন আসার পর নিখোঁজ পোস্টারের কথা জানতে পারি। কে বা কারা জোর করে নিখোঁজ দিচ্ছেন জানি না। জোর করে কেন নিখোঁজ করে দিচ্ছেন? বিধায়ক হিসাবে আমি সকলের পাশে থাকার চেষ্টা করি।'

পাশাপাশি তাঁর যুক্তি, 'কালো চশমা পরে ঘুরে বেড়ালে আমার কিছু করার নেই। আমার হাতে মিস্টার ইন্ডিয়ার ঘড়ি নেই। দুমদাম উধাও হতে পারি না। আমি আছি, ছিলাম, থাকব। যদি দরকার হয় বিধায়কের অফিসে আসুন। জোর করে নিখোঁজ করে দেবেন না প্লিজ।'

স্থানীয়দের একাংশ দাবি করেছেন কালীপুজোয় বিধায়ককে পাওয়া যায়নি। জবাবে কাঞ্চন বলেছেন, '২০০০ কালীপুজোয় যাওয়া একজন বিধায়কের পক্ষে সম্ভব নয়। যতটা পেরেছি গেছি। আমি ম্যাজিশিয়ান নই। আশা করব, এলাকাবাসী সংযম, বিশ্বাস ও ধৈর্য বজায় রাখবেন।'

tmc kanchan mallick Uttarpara Kanchan Mullick
Advertisment