ফের আটকে গেল বন্দে ভারত এক্সপ্রেস। রবিবার সাতসকালে হাওড়া থেকে জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ে বর্ধমানে। বর্ধমান স্টেশনে সিগনালিং সিস্টেমে ত্রুটির জেরে বেশ কিছুক্ষণ ধরে আটকে তাকে ট্রেন। এর জেরে এদিন সকালে বেশ কয়েকটি লোকাল ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়ে। শেষমেশ বন্দে ভারতের কী হল?
জানা গিয়েছে, রবিবার সকালে হাওড়া থেকে জলাইগুড়ির উদ্দেশে ছেড়ে যায় বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু যাত্রপথেই বিপত্তি বাধে। বর্ধমান স্টেশনে সিগনালিং সিস্টেমে ত্রুটির জেরে থমকে পড়ে সেমি হাইস্পিড এই ট্রেন। সিগনালিং পয়েন্টে ত্রুটির জেরে আধঘণ্টারও বেশি সময় ধরে আটকে যায় বন্দে ভারত এক্সপ্রেস।
আরও পড়ুন- গতরাতেই দুরন্ত পদক্ষেপ! চূড়ান্ত সাসপেন্স রেখে কী করলেন রাজ্যপাল?
জানা গিয়েছে, এদিন সকালে বন্দে ভারত এক্সপ্রেস আটকে পড়ার পর সিগনালিংয়ে সমস্যার দরুণ এই শাখায় বেশ কিছু লোকাল ট্রেনও দেরিতে চলছে। যার জেরে দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদেরও। এদিকে বর্ধমান স্টেশনে সিগনালিংয়ে সিস্টেমে ত্রুটি মেরামতে জোরকদমে কাজ চালিয়ে যান রেলের ইঞ্জিনিয়ররা। শেষমেশ আধঘণ্টা পর সিগনালিং সিস্টেমে ত্রুটি মেরামত করলে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় বন্দে ভারত এক্সপ্রেস।
আরও পড়ুন- দানা বাঁধছে ঘূর্ণাবর্ত, আবহাওয়ায় তুমুল বদল কবে থেকে? কলকাতায় আজ তেড়ে বৃষ্টি?