বন্দে ভারত এক্সপ্রেসে ফের বিপত্তি। যান্ত্রিক ত্রুটির জেরে সোমবার সকালে চলন্ত ট্রেন হঠাৎই দাঁড়িয়ে পড়ে। তার জেরে যাত্রীদের মধ্যে শোরগোল পড়ে যায়। ধূপগুড়ি ছেড়ে যাওয়ার পর কলাইগ্রাম স্টেশন ঢোকার আগে রেলগেটের কাছে আটকে পড়ে ট্রেনটি। খবর পেয়ে রেলের পদস্থ কর্তারা ঘটনাস্থলে ছুটে যান। ডাকা হয় রেলের ইঞ্জিনিয়রদেরও।
ঘণ্টা দু'য়েক দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি গুয়াহাটির দিকে রওনা দিয়েছে বলে জানা গিয়েছে। সেমি হাইস্পিড এই ট্রেনটি আটকে থাকার জেরে ওই রুটের একাধিক এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেনের চলাচলেও দেরি হয়। ভোগান্তির শিকায় হতে হয়েছে যাত্রীদের।
স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন দেশের সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসে বিপত্তি। জানা গিয়েছে, সোমবার নির্ধারিত সময়েই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গুয়াহাটির দিকে রওনা দেয় বন্দে ভারত এক্সপ্রেস। তবে ধুপগুড়ি স্টেশন ছাড়ার পরেই ট্রেনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
আরও পড়ুন- আজ মুষলধারে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় বদল!
ধুপগুড়ি পেরিয়ে কলাইগ্রাম স্টেশনের রেলেগেটের কাছে গিয়ে হঠাৎই থেমে যায় ট্রেনের চাকা। এরপর প্রায় ২ ঘণ্টা রেলগেটে কাছেই ট্রেনটি দাঁড়িয়ে থাকে। আচমকা চলন্ত ট্রেন দাঁড়িয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন রেলযাত্রীরা।
আরও পড়ুন- জোরকদমে এগোচ্ছে কাজ, দিঘায় জগন্নাথ দেবের মন্দিরের দরজা খুলতে পারে কবে?
অন্যদিকে, রেলগেটের কাছে ট্রেনটি দাঁড়িয়ে পড়ায় দীর্ঘক্ষণ ধরে বন্ধ রাখতে হয় রেলগেটটিও। যার জেরে ওই রাস্তায় যানজট তৈরি হয়। অন্যদিকে, বন্দে ভারত বিকল হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের পদস্থ আধিকারিকরা। রেলের ইঞ্জিনিয়ররা গিয়ে ট্রেনটি পরীক্ষা করেন।
শেষমেশ ঘণ্টা দুয়েক পর ট্রেনটি ফের গুয়াহাটির দিকে রওনা দেয়। এদিকে, বন্দে ভারত এক্সপ্রেস আটকে পড়ায় ওই রুটের একাধিক ট্রেন চলাচলে দেরি হয়। উত্তরবঙ্গ এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন এদিন দেরিতে চলছে। যার জেরে ভোগান্তির শিকার হতে হয়েছে যাত্রীদের।