শ্রমিক স্পেশালের পর এবার 'বন্দে ভারত' নিয়ে কেন্দ্র-রাজ্য দ্বৈরথ। কেন কলকাতা পর্যন্ত উড়ান চালানো হচ্ছে না, তা নিয়েই টুইটে প্রশ্ন তোলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টাপাধ্যায়। রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার ইঙ্গিত তাঁর। এরপরই পাল্টা টুইটে রাজ্যের মন্ত্রীর অভিযোগ খণ্ডন করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবস্তাব। তাঁর দাবি, 'বিদেশমন্ত্রক বৈষম্য করে না। রাজ্য সরকার কোয়ারেন্টিন ব্যবস্থা নিশ্চিত করলেই কলকাতায় উড়ান পাঠানো হবে।'
লকডাউনে বিদেশে বহু ভারতীয় আটকে পড়েছেন। ২২৯ বিশেষ উড়ানের মাধ্যমে পৃথিবীর নানা রাষ্ট্র থেকে এ দেশের বিভিন্ন শহরে ভারতীয়দের ফেরানোর কথা জানিয়েছে বিদেশমন্ত্রক। ইতিমধ্যেই প্রথম পর্যায়ের দেশে ফেরানোর কাজের সমাপ্তি হয়েছে। কিন্তু, তাতে কলকাতা পর্যন্ত কোনও উড়ান আসেনি। বিষয়টিকে কেন্দ্রীয় বঞ্চনা বলেই মনে করছে রাজ্যের শাসক শিবির তৃণমূল।
বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় টুইটে লেখেন, 'জর্জিয়া থেকে গুজরাটে বহু মানুষ ফিরছেন, কিন্তু বিদেশ থেকে কেউ কলকাতায় ফেরতে চাননি? বিহার থেকে কিরগিস্তান ফিরছেন, কিন্তু কলকাতায় আসার লোক নেই? এটাই কী বিদেশমন্ত্রক বিশ্বাস করতে বলছে? এই অবিচার বন্ধ করন!!!' এরপরই হ্যাসট্যাগ ব্যবহার করে বিজেপিকে 'মিথ্যাবাদী' বলে তোপ দাগেন তৃণমূল মহাসচিব।
Is the MEA asking us to believe that there are enough people to come from Georgia to Gujrat but none want to come to Kolkata ?
Also, there are enough people to come back to Bihar from Kyrgyzstan but not enough to bring back to Bengal??
Stop this injustice !!!#MithyebadiBJP pic.twitter.com/NbpEFWw646
— Partha Chatterjee (@itspcofficial) May 14, 2020
পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগের এক ঘন্টার মধ্যেই পাল্টা টুইটে জবাব দেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। লেখেন 'রাজ্যগুলির মধ্যে বিদেশমন্ত্রক ভেদাভেদ করে না। ভারত সরকারের বন্দে ভারত মিশন পশ্চিমবঙ্গ সহ সকল ভারতীয়দের জন্য। বিদেশে আটকে পড়া ৩,৭০০ জন ভারতীয় ইতিমধ্যেই এই মিশনে নাম নথিভুক্ত করেছেন।' এরপরই টুইটে উল্লেখ, 'রাজ্য সরকার কোয়ারেন্টিন ব্যবস্থা নিশ্চিত করলেই কলকাতায় উড়ান পাঠানো হবে। এমনকী বাংলার স্থলবন্দর দিয়েও প্রতিবেশী রাষ্ট্রে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর ক্ষেত্রে মন্ত্রক সহায়তা করবে। আশা করি এ প্রসঙ্গে দ্রুত রাজ্যের প্রতিক্রিয়া মিলবে।' শ্রীবাস্তব, তাঁর টুইটটি বাংলার স্বরাষ্ট্রসচিবকে ট্যাগ করেন। পরে ওই টুইটটিই রিটুইট করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
MEA does not discriminate between states. GOI’s Vande Bharat Mission is for all stranded Indians, including those from West Bengal. Over 3700 of them have registered for repatriation from different parts of the world. (1/2)@MoCA_GoI @HomeSecretaryWB https://t.co/CEzU0rCAnM
— Anurag Srivastava (@MEAIndia) May 14, 2020
বন্দেভারত মিশনের প্রথম পর্যায়ে (৭-১৫ মে) ৬৪টি উড়ানে বিদেশে আটকে থাকা ভারতীয়দের কেরালা, দিল্লি,তামিলনাড়ু, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, গুজরাট, পাঞ্জাব, জম্মু-কাশ্মীর, কর্নাটক ও উত্তরপ্রদেশে ফেরানো হয়েছে। আগামী ১৬ থেকে ২২ মে পর্যন্ত চলবে মিশনের দ্বিতীয় পর্যায়ের কাজ। এক্ষেত্রে ৩১ রাষ্ট্র থেকে ১৪৯ বিমানে ভারতীয়দের দেশের নানা শহরে ফেরানো হবে। কিন্তু, তালিকায় কলকাতার নাম নেই।
আরও পড়ুন- ৩০ জুন পর্যন্ত সব যাত্রীবাহী ট্রেন বাতিল করল রেল, ফেরৎ দেওয়া হবে টিকিটের মূল্য
পশ্চিমবঙ্গ শ্রমিক ট্রেন আসার অনুমতিকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য দ্বন্দ্ব চরমে। আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল বাংলায় আসাকে কেন্দ্র করেও নোদী সরকারের বিরুদ্ধে সরব হন মমতা। 'যুক্তরাষ্ট্রীয় কাঠামোয়' হস্তক্ষেপ বলে দাবি করেন তিনি। এবার দ্বৈরথের কেন্দ্রে 'বন্দে ভারত মিশন'।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন