Advertisment

এবার বাংলায় ছুটবে 'বন্দে মেট্রো', তুফান গতিতে গন্তব্য কোথায়? জানুন খুঁটিনাটি

একটি নয়, শুরু থেকেই দু'টি 'বন্দে মেট্রো'র চাকা গড়াবে।

author-image
IE Bangla Web Desk
New Update
vande metro from howrah to azimgarh and bhagalpur route know time schedule fare all details , এবার বাংলায় ছুটবে 'বন্দে মেট্রো', তুফান গতিতে গন্তব্য কোথায়? জানুন খুঁটিনাটি

বঙ্গে ছুটবে 'বন্দে মেট্রো'।

দেশজুড়ে সাড়া ফেলেছে সেমি হাইস্পিড ট্রেন 'বন্দেভারত এক্সপ্রেস'। ঘন্টা খানেকের মধ্যেই আরামে পৌঁছে যাওয়া যাচ্ছে দূর-দূরান্তে। বাংলা থেকে চলছে তিনটি 'বন্দেভারত এক্সপ্রেস'। এবার চলবে 'বন্দে মেট্রো'। একটি নয়, শুরু থেকেই দু'টি 'বন্দে মেট্রো'র চাকা গড়াবে হাওড়া থেকে।

Advertisment

দু'টি 'বন্দে মেট্রো'র গন্তব্য কোথায়?

রেল জানিয়েছে যে, পশ্চিমবঙ্গ থেকে দুটি রুটে 'বন্দে মোট্রো' চলাচল করবে। আজিমগঞ্জ-হাওড়া এবং হাওড়া-ভাগলপুর-হাওড়া রুটে চলবে এই অত্যাধুনিক ওই ট্রেন। দুই রুটেই 'বন্দে মেট্রো'য় কোচ থাকছে ৮টি করে।

সপ্তাহে ক'দিন করে চলবে?

'বন্দে ভারত এক্সপ্রেসে'র মত 'বন্দে মেট্রো' চলবে সপ্তাহে ৬ দিন।

সময়সূচি-

রেল দেওয়া সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, আজিমগঞ্জ থেকে সকাল ৭.১৫ মিনিটে হাওড়ামুখী ট্রেন ছাড়বে। হাওড়া পৌঁছবে সকাল ১১.২০ মিনিটে। ফের হাওড়া থেকে ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬.৫০ মিনিটে আজিমগঞ্জের জন্য রওনা দেবে। আজিমগঞ্জ পৌঁছবে রাত ১০.৫৫ মিনিটে। অর্থাৎ সময় লাগবে ৪ ঘন্টা ৫ মিনিট। হাওড়া-আজিমগঞ্জ 'বন্দে মেট্রো' শনিবার বাদে ৬ দিনই যাতায়াত করবে।

ভাগলপুর থেকে ছাড়বে সকাল ৬.১৫ মিনিটে এবং হাওড়া এসে পৌঁছবে দুপুর ১.৪৫ মিনিটে। ফের হাওড়া থেকে ছাড়বে দুপুর ২.২৫ মিনিটে এবং ভাগলপুর পৌঁছবে রাত ৯:৫৫ মিনিটে। সময় লাগছে সাড়ে সাত ঘন্টা। হাওড়া ভাগলপুর 'বন্দে মেট্রো' মঙ্গলবার বাদে সপ্তাহে ৬ দিন চলাচল করবে।

মধ্যবর্তী স্টপেজ-

আজিমগঞ্জ-হাওড়া যাত্রা 'বন্দে মেট্রো' আজিমগঞ্জ এবং হাওড়া ছাড়াও স্টপেজ দেবে ব্যান্ডেল, অম্বিকা কালনা, নবদ্বীপ ধাম, কাটোয়া, সালার, খাগড়াঘাটে। অন্যদিকে, হাওড়া-ভাগলপুর 'বন্দে মেট্রো' মাঝে দাঁড়াবে অম্বিকা কালনা, নবদ্বীপ ধাম, কাটোয়া, সালার, খাগড়াঘাট, আজিমগঞ্জ, জঙ্গিপুর, বারহাওড়া, সাহেবগঞ্জ এবং কুরলায়।

ভাড়া-

এখনও পর্যন্ত এই দুই রুটে 'বন্দে মেট্রো'র ভাড়া নির্ধারণ করেনি রেল।

কবে সূচনা?

রেল সূত্রে খবর, আর কয়েক দিনের মধ্যেই ঘোষণা করা হবে।

বর্তমানে তিনটি 'বন্দে ভারত এক্সপ্রেস' ট্রেন যাতায়াত করছে বাংলা থেকে। হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া-পুরী এবং নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে চলছে এগুলো। এ বার নতুন করে দুটি বন্দে ভারত মেট্রো বাংলার কপালে। ফলে মুর্শিদাবাদ ও প্রতিবেশী বিহারে যাওয়া-আসা অনেক কম সময়ে করা যাবে।

indian railway Howrah bihar Murshidabad vande metro
Advertisment