Advertisment

RG Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদে রবির রাত ফের 'দখলের ডাক', শিলিগুড়িতে 'ভোর দখল'

Kolkata Doctor Rape and Murder Incident: আগামী সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের শুনানি রয়েছে। তার আগে ফের একবার রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। নির্যাতিতার বিচারের দাবিতে আবারও পথে নামবেন সাধারণ মানুষ।

author-image
IE Bangla Web Desk
New Update
Various programs on Sunday and Monday to protest against the RG Kar case, আরজি কর, ভোর দখল, শিলিগুড়ি

আরজি কর কাণ্ডের প্রতিবাদে শিলিগুড়িতে 'ভোর দখলের' ডাক।

RG Kar Protest: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর প্রতিবাদে আবারও 'রাত দখলের' ডাক। শহর কলকাতা সহ জেলাগুলিতে ৮ সেপ্টেম্বর রবিবার 'রাত দখলের' ডাক নানা সংগঠনের। একই সঙ্গে শিলিগুড়িতে আগামী সোমবার অর্থাৎ ৯ সেপ্টেম্বর 'ভোর দখলের' ডাক। ভোর ৪ টে ১০ মিনিট থেকে ৬ টা পর্যন্ত শিলিগুড়ির রাস্তায় মঙ্গল প্রার্থনা ও শপথবাক্য পাঠের ডাক দেওয়া হয়েছে।

Advertisment

আগামী ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। তার আগে নির্যাতিতার বিচার চেয়ে আবারও পথে সমাজের একটা বড় অংশ। শাসকের ঘুম ভাঙাতে 'নতুন গানের ভোর' দিকে দিকে স্লোগান তুলে রাত দখলের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। আগামী ৮ সেপ্টেম্বর রাতে কলকাতা শহর ছাড়াও জেলাগুলিতে রাত দখল, মানববন্ধন, পথ নাটিকা, নাচ-গানে আরজি কর কাণ্ডের প্রতিবাদে নানা কর্মসূচি পালন করবে বিভিন্ন সংগঠন।

আগামী ৯ সেপ্টেম্বর শিলিগুড়িতে হবে 'ভোর দখল'। ভোর ৪.১০ মিনিট থেকে সকাল ৬ টা পর্যন্ত শিলিগুড়িতে 'ভোর দখলের' ডাক দেওয়া হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর আরজি করের ঘটনার এক মাস পেরোবে। সেই দিনই ভোর ৪.১০ মিনিট থেকে সকাল ৬ টা পর্যন্ত শিলিগুড়ির রাস্তায় মঙ্গল প্রার্থনা ও শপথবাক্য পাঠের ডাক দেওয়া হয়েছে। 

আরও পড়ুন- Supreme Court: সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা সন্দীপ ঘোষের! আবেদন শুনতেই কী বলল শীর্ষ আদালত?

শিলিগুড়ির বাসিন্দা টেবল টেনিস তারকা অর্জুন মান্তু ঘোষ, সমাজসেবী ও শিক্ষিকা সুনন্দা সরকার ও পৌলমী চাকি নন্দীরা জানান, আরজি কর কাণ্ডে নির্যাতিতা এখনও বিচার পায়নি। দ্রুত যাতে এই ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হয় এই দাবিতে তাঁরা পথে নামবেন। শুধু শিলিগুড়ি নয়, অন্যান্য জায়গাতেও একই ভাবে সকলকে পথে নামার ডাক দিয়েছেন তাঁরা।

RG Kar Medical College RG Kar Case protest
Advertisment