করোনার থাবা প্রায় মিলিয়েছে। তবুও বিশ্বভারতীতে এবার বসন্তোৎসব হচ্ছে না। বুধবার স্পষ্ট করে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বসন্তোৎসবের বদলে এবার দোল উপলক্ষে হবে বসন্ত বন্দনা। কেন এই পদক্ষেপ? তারও ব্যাখ্যা দিয়েছেন উপাচার্য।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমল থেকে দোল পূর্ণিমার দিনেই বসন্তোৎসবে মেতে ওঠে শান্তিনিকেতন। উৎসবে সামিল হতে দেশ-বিদেশ থেকে বহু মানুষ শান্তিনিকেতনে ভিড় জমান। কিন্তু কোভিডের কারণে ২০২০ সালে বসন্তোৎসব বাতিল হয়েছিল। ২০২১ এবং ২০২২ সালে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের নিয়েই এই উৎসব উদযাপন করেছিলেন। পরিস্থিতি পাল্টালেও এবারও সেই উৎসব হচ্ছে না। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অনেকেই সরব। উপাচার্য রীতি-বিরুদ্ধ কাজ করছেন বলে অভিযোগ বহু আশ্রমিকের।
কিন্তু কী বলেছেন উপাচার্য? ডঃ বিদ্যুৎ চক্রবর্তীর কথায়, 'বিশ্বভারতীতে বসন্তোৎসবের নামে তাণ্ডব চলে। এসবের পিছনে থাকেন কিছু বুড়ো খোকারা। তাই এই তাণ্ডব বন্ধ করেছি। তবে বসন্ত বন্দনা হবে।'
বিশ্বভারতী সূত্রে খবর, ৭ মার্চ দোল পূর্ণিমা। এবার বসন্তোৎসবে শুধু বিশ্বভারতীর পড়ুয়া, অধ্যাপক ও অশিক্ষক কর্মীরা যোগ দিতে পারবেন। ২ মার্চ সন্ধেবেলা হবে লোকসংস্কৃতির অনুষ্ঠান। ৩ মার্চ সকালে নিয়ম মেনে বৈতালিকের পর সকাল সাতটায় বেরোবে শোভাযাত্রা।