Advertisment

১৪ জন উপাচার্যের নিয়োগ 'অবৈধ'! বেতন ও ভাতা বন্ধের নির্দেশ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য-রাজভবন সংঘাত আরও চরম আকার ধারণ করল।

author-image
IE Bangla Web Desk
New Update
governor cv anand boses reply to unhappy education minister bratya bose on vc appointment controversy , উপাচার্য নিয়োগ বিতর্ক: মুখ খুললেন রাজ্যপাল, শিক্ষামন্ত্রী ব্রাত্যকে সোজাসাপটা জবাব!

রাজ্যপাল সিভি আনন্দ বোস, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য-রাজভবন সংঘাত আরও চরম আকার ধারণ করল। এবার রাজ্যপালের নিয়োগ করা ১৪ জন অস্থায়ী উপাচার্যের বেতন ও ভাতা বন্ধের নির্দেশ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। এর আগে ১৪ জন অস্থায়ী উপাচার্যকে কাজে যোগ না দেওয়ার অনুরোধ করেছিলেন শিক্ষামন্ত্রী। কিন্তু তা মানেননি উপাচার্যরা। এবার সরাসরি তাঁদের বেতন-ভাতা বন্ধ করে রাজভবনকে কড়া বার্তা দিল রাজ্য।

Advertisment

জানা গিয়েছে, রাজ্যের উচ্চশিক্ষা দফতর থেকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে নির্দেশ গিয়েছে। ওই অস্থায়ী উপাচার্যদের নিয়োগ অবৈধ। তাই তাঁদের কোনও রকম বেতন-ভাতা দেওয়া হবে না। এতে বিপাকে পড়েছেন অস্থায়ী উপাচার্যরা। উল্লেখ্যে, দুই দফায় ১৪ জন অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

ব্রাত্য বসু কয়েকদিন আগেই সাফ জানিয়ে দেন, উচ্চশিক্ষা দফতরের সঙ্গে আলোচনা না করেই বেআইনিভাবে অস্থায়ী উপাচার্যদের নিয়োগ করেছে রাজভবন। রাজ্য সরকার তাঁদের নিয়োগের স্বীকৃতি দেয়নি। অবৈধ নিয়োগের কারণে পদগ্রহণের আগে তা প্রত্যাখ্যানের আবেদন করেন ব্রাত্য বসু। কিন্তু একজন ছাড়া প্রত্যেকেই যোগ দিয়েছেন। পরে শিক্ষামন্ত্রী জানান, এই বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হবে।

আরও পড়ুন অকল্পনীয়? মনোনয়নে বিরোধীদের দেখলেই তৃণমূল যা করছে ভাবতেই পারবেন না!

প্রসঙ্গত, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা ছাড়াই রাজ্যকে অন্ধকারে রেখে রাজ্যপাল প্রথমে তিনটি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেন। পরে আরও ১১ জনকে নিয়োগ করেন। উচ্চশিক্ষা দফতর থেকে বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠানো নির্দেশিকায় সাফ বলা হয়েছে, এই ভাবে সরাসরি অস্থায়ী উপাচার্য নিয়োগ করতে পারেন না রাজ্যপাল। সেটা করতে হয় উচ্চশিক্ষা দফতর মারফৎ। তা হয়নি বলে এই নিয়োগ উচ্চশিক্ষা দফতর বৈধ স্বীকৃতি দিচ্ছে না।

West Bengal c v anand bose bratya basu VC
Advertisment