Ganesh chaturthi 2025: পহেলগাঁও হালমার বর্বরতা এবার গনেশ চতুর্থীর থিমে! শহীদদের শ্রদ্ধা, সেনাকে সম্মানে অসাধারণ আয়োজন চমকে দেবে

Ganesh chaturthi 2025: ভক্তি আর দেশপ্রেমকে সম্বল করেই গণেশ চতুর্থীতে অভিনব থিম নিয়ে হাজির হল বাগুইআটির ভিআইপি রোডের এক্সিকিউটিভ প্যালেস অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন। এ বছরের থিম ছিল – “বীর গণেশ – রক্ষার দেবতা”।

Ganesh chaturthi 2025: ভক্তি আর দেশপ্রেমকে সম্বল করেই গণেশ চতুর্থীতে অভিনব থিম নিয়ে হাজির হল বাগুইআটির ভিআইপি রোডের এক্সিকিউটিভ প্যালেস অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন। এ বছরের থিম ছিল – “বীর গণেশ – রক্ষার দেবতা”।

author-image
Sayan Sarkar
New Update
বীর গণেশ, রক্ষা কে দেবতা, গণেশ চতুর্থী ২০২৫, বাগুইআটি গণেশ প্যান্ডেল, এক্সিকিউটিভ প্যালেস কমপ্লেক্স, পাহালগাম জঙ্গি হামলা, অপারেশন সিন্দুর, শহিদদের শ্রদ্ধাঞ্জলি, দীপঙ্কর পাল গণেশ প্রতিমা, দেশপ্রেমিক থিম প্যান্ডেল

পহেলগাঁও হালমার বর্বরতা এবার গনেশ চতুর্থীর থিমে!

Ganesh chaturthi 2025: পহেলগাঁও হালমার বর্বরতা এবার ধরা পড়ল গনেশ চতুর্থীর থিমে। পহেলগাঁও কাণ্ডে শহীদের শ্রদ্ধা জানাল বাগুইআটির এক্সিকিউটিভ প্যালেস কমপ্লেক্সের পুজো। এবার তাদের পুজর থিম- ‘বীর গণেশ – রক্ষার দেবতা’। 

Advertisment

publive-image

ভক্তি আর দেশপ্রেমকে সম্বল করেই গণেশ চতুর্থীতে অভিনব থিম নিয়ে হাজির হল বাগুইআটির ভিআইপি রোডের এক্সিকিউটিভ প্যালেস অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন। এ বছরের থিম ছিল – “বীর গণেশ – রক্ষার দেবতা”।

Advertisment

টানা পঞ্চম বছরে উৎসবের আয়োজনে সামিল আবাসিক কমপ্লেক্স। এ বছর তাদের পুজোর থিমে ফুটে উঠেছে ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলার মর্মস্পর্শী দৃশ্য। শ্রদ্ধা জানানো হয়েছে জঙ্গি হামলায় নিহত শহিদদের। থিমে দেখানো হয়েছে, জঙ্গিদের হাত থেকে স্বামীকে বাঁচাতে মরিয়া স্ত্রী'র কাতর আর্তি। পাশাপাশি বাঁচার তাগিদে পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন নিরীহ সাধারণ মানুষ। অভিশপ্ত সেই দিনটির ভয়ঙ্কর যন্ত্রণা যেন জীবন্ত হয়ে উঠেছে শিল্পকলায়।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল দু’টি যুদ্ধবিমান। যা প্রতীকী রূপে দেখিয়েছে ‘অপারেশন সিন্দুর’—ভারতের সাফল্যমণ্ডিত পাল্টা অভিযানে পাকিস্তান ও পিওকে-র একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংসের কাহিনী। এটি দেশীয় শক্তি ও সার্বভৌমত্ব রক্ষায় ভারতের অটল প্রতিশ্রুতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

বিখ্যাত শিল্পী দীপঙ্কর পালের হাতে নির্মিত  প্রতিমায় দেখা গিয়েছে এক অনন্য দৃশ্য—মাতা পার্বতী কোলে নিচ্ছেন গণেশকে। এই মূর্তি ভালোবাসা ও শক্তির মেলবন্ধনের প্রতীক, যা উৎসবের মূল বার্তাই প্রতিফলিত করেছে—সত্যিকারের সুরক্ষা আসে করুণা আর শক্তির সমন্বয় থেকেই।

publive-image

উৎসব উপলক্ষে অ্যাসোসিয়েশনের সম্পাদক অঙ্কিত আগরওয়াল বলেন, “এ বছরের থিম 'বীর গণেশ – রক্ষার দেবতা’। আমাদের তরফ থেকে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। এই থিমের মাধ্যমে  আমরা চাই প্রত্যেক দর্শনার্থীর মনে দেশপ্রেম, সাহস ও দায়িত্ববোধের অনুভূতি জাগ্রত হোক। আমরা চাই স্বাধীনতার আড়ালে যে আত্মত্যাগ লুকিয়ে আছে তা একবার স্মরণ করুক আপামোর দেশবাসী। 'রক্ষক' হিসেবে ভগবান গণেশ আমাদের মনে করিয়ে দেন, 'শক্তির পাশাপাশি সবসময় করুণাও থাকতে হবে।”

Ganesh Chaturthi 2025