/indian-express-bangla/media/media_files/2025/11/01/breaking-2025-11-01-13-02-23.jpg)
Venkateswara Temple stampede: ভক্তদের বিপুল ভিড়ে ভয়াবহ বিপত্তি।
Temple Stampede: শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম জেলার কাশিবুগ্গা এলাকায় অবস্থিত ভেঙ্কটেশ্বর মন্দিরে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। আরও বহু ভক্ত আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবারে সাধারণত মন্দিরে ভক্তদের ভিড় তুলনামূলকভাবে অনেক বেশি থাকে। অতিরিক্ত এই ভিড়ই পদপিষ্ট হওয়ার কারণ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ভক্তদের ভিড়ের চাপে মন্দির প্রাঙ্গণের একটি রেলিং ভেঙে পড়ে যায়। এরপর হুড়োহুড়ি শুরু হয়, এবং অনেকে পড়ে গিয়ে একে অপরের ওপর চাপা পড়ে যান। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, “এই দুর্ঘটনায় ভক্তদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। মৃতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকি করার নির্দেশ দিয়েছি।”
আরও পড়ুন- Dilip Ghosh: ফের ময়দানে দিলীপ ঘোষ, প্রাক্তন সাংসদের দুরন্ত সক্রিয়তায় BJP-র অন্দরেই হইচই!
কাশিবুগ্গার ভেঙ্কটেশ্বর মন্দিরটি প্রায় ১২ একর জুড়ে বিস্তৃত, এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত এখানে পুজো দিতে আসেন। এই দুর্ঘটনা রাজ্যে চলতি বছরের তৃতীয় বড় মন্দির-সংক্রান্ত মর্মান্তিক ঘটনা।
চলতি বছরের ৩০ এপ্রিল, বিশাখাপত্তনমের সিমাচলমের শ্রী বরাহ লক্ষ্মী নারসিংহ স্বামী মন্দিরে বৃষ্টির জলে ভেজা নতুন প্রাচীর ধসে পড়ে সাতজনের মৃত্যু ও ছয়জন আহত হন।
আরও পড়ুন- LPG price:মাস পয়লায় বাম্পার সুখবর! হু হু করে কমল রান্নার গ্যাসের দাম
এর আগে ৮ জানুয়ারি, তিরুপতির ভেঙ্কটেশ্বর মন্দিরে বিশেষ দর্শনের টিকিট সংগ্রহের সময় পদদলনে ৬ জনের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন। এই ধারাবাহিক দুর্ঘটনাগুলি নিয়ে প্রশাসনের ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us