অতি গভীর নিম্নচাপের জেরে তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলির পাশাপাশি প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে শহর কলকাতাতেও। সোমবার রাত থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার বদলটা চোখে পড়েছিল। তবে মঙ্গলবার বেলা বাড়তেই আকাশ কালো করে বৃষ্টি শুরু। সময় যত এগোবে দুর্যোগের প্রকোপ ততই বাড়বে বলে মনে করছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে এবার চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি। অতি গভীর নিম্নচাপের জেরে এবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে প্রবল ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ আরও ৮ জেলায়। শক্তিশালী নিম্নচাপের জেরে হবে অতি ভারী বৃষ্টি। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন- শিক্ষক নিয়োগ নিয়ে বিরাট ঘোষণা! বড় খবর দিলেন মুখ্যমন্ত্রী!
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়া জেলায়। এরই পাশাপাশি অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা-সহ উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও দুই বর্ধমানে। পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতেও আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তুমুল বৃষ্টি চলবে বুধবারেও। আগামিকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলায়। অন্যদিকে, কাল দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামেও ঝোড়ো হাওয়ার পাশাপাশি ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আগামিকাল বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।