Mukul Roy: কেমন আছেন মুকুল রায়? বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই কৌতূহলের শেষ নেই। দিন কয়েক আগেই মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে মুকুল রায়ের। তবে এখনও পুরোপুরি সংকটমুক্ত হননি তিনি। ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মুকুল রায়। চিকিৎসকদের গভীর পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
কিছুদিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বঙ্গ রাজনীতির একদা 'চাণক্য' হিসেবে পরিচিত মুকুল রায়। গত বুধবার বাড়িতে পড়ে গিয়ে হঠাৎই অজ্ঞান হয়ে যান মুকুল রায়। প্রথমে তাঁকে কল্যাণীতে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে তড়িঘড়ি ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন ছেলে শুভ্রাংশু রায়। মাথায় অস্ত্রোপচার করা হয়েছে মুকুল রায়ের। অস্ত্রোপচারের পরেও এখনও পুরোপুরি সংকটমুক্ত হননি তিনি।
আরও পড়ুন- Kunal Ghosh-Arnab Dam: একদা মাওবাদী নেতা অর্ণবের পাশে কুণাল, শিক্ষামন্ত্রী-কারামন্ত্রীর সঙ্গে কথা
আপাতত হাসপাতালেই চিকিৎসকরা গভীর পর্যবেক্ষণে রেখেছেন তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। তবে তাঁর শারীরিক পরিস্থিতি আরও ভালো হতে সময় লেগে যাবে। হাসপাতালে মুকুল রায়ের চিকিৎসায় বিশেষ দল তৈরি হয়েছে। সেই দলটিই প্রাক্তন রেলমন্ত্রীর চিকিৎসার বিষয়টির দেখভাল করছেন।
আরও পড়ুন- Sundarbans: ঝোপের আড়াল থেকে নৌকায় ঝাঁপ! গা শিউরে ওঠার মতো কাণ্ড সুন্দরবনে!