Nasiruddin Ahmed Death News: প্রয়াত নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। শনিবার রাতে হঠাৎ করেই অসুস্থ বোধ করেন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় পলাশি হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শাসক বিধায়কের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। কালীগঞ্জের তৃণমূল বিধায়কের মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে।
পেশায় আইনজীবী ছিলেন নাসিরুদ্দিন আহমেদ। ২০১১ সালে প্রথমবারের জন্য তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়ে জয়ী হন তিনি। ২০১৬ সালে পরাজয়ের পর ফের ২০২১-এর বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের জন্য বিধায়ক হন তিনি। এদিকে দলের প্রবীণ বিধায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে এক পোস্টে নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। মমতা লেখেন, ‘আমার দীর্ঘদিনে সহকর্মী নদিয়ার কালীগঞ্জের বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের (লাল) আকস্মিক প্রয়াণে আমি শোকাহত৷ তিনি ছিলেন দলের বিশ্বস্ত সম্পদ৷ তাঁর পরিবার, বন্ধু এবং অনুগামীদের আমার সমবেদনা জানাই৷’