scorecardresearch

উপাচার্য নিয়োগের সার্চ কমিটি, রাজ্যের অর্ডিন্যান্সে বড় বিতর্ক!

উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সরাসরি নিয়ন্ত্রণ রয়েছে রাজ্য সরকারের হাতেই?

vice chancellor search commettee controversy , উপাচার্য নিয়োগের সার্চ কমিটির অর্ডিন্যান্সে বিতর্ক, মুখ্যমন্ত্রীর প্রতিনিধি থাকলেও বাদ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উপাচার্য নিয়োগের সার্চ কমিটির গঠনশৈলি পরিবর্তনের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। এতদিন সার্চ কমিটিতে থাকতেন রাজ্য সরকারের প্রতিনিধি, রাজ্যপালের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। কিন্তু এই কমিটিতে রদবদল করতে চলেছে সরকার। উপাচার্য নিয়োগের সার্চ কমিটি সংক্রান্ত অর্ডিন্যান্স এনেছে নবান্ন। জানা গিয়েছে, এবার থেকে সার্চ কমিটিতে থাকবেন রাজ্যপালের প্রতিনিধি, মুখ্যমন্ত্রীর প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-র চেয়ারম্যানের প্রতিনিধি, রাজ্য সরকারের প্রতিনিধি ও উচ্চ শিক্ষা দফতরের প্রতিনিধি। অর্থাৎ বাদ পড়বেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি।

সার্চ কমিটির নতুন কাঠামো অনুসারে রাজ্য সরকারের ৩ জন প্রতিনিধি থাকবেন কমিটিতে। ফলে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সরাসরি নিয়ন্ত্রণ রয়েছে রাজ্য সরকারের হাতেই।

মুখ্যমন্ত্রীকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য হিসাবে নিয়োগের বিলে রাজ্যপালের আপাতত সই করার সম্ভাবনা নেই। যা দেখেই উপাচার্য নিয়োগে সার্চ কমিটিতে বদল ও অর্ডিন্যান্স বলে মনে করা হচ্ছে।

সব বিশ্ববিদ্যালয়েরই পৃথক ঐতিহ্য রয়েছে। সেই কথা বিবেচনা না করে কেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিকে বাদ দেওয়া হল তা নিয়ে প্রস্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন- সন্ধ্যাবেলা হ্যারিকেন হাতে মমতার পাড়ায় মিছিলেন অনুমতি, নির্দেশ বিচারপতি মান্থার

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Vice chancellor search commettee controversy