সংঘাতের আবহেই এবার রাজ্যের ১৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ রাজ্যপালের। রবিবার মাঝরাতে রাজ্যের উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠরত ছাত্রছাত্রীদের স্বার্থেই এবার এই সিদ্ধান্ত রাজ্যপালের।
রাজ্যের যে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য ছিল না সেখানে একাধিক ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছিল। ছাত্রছাত্রীদের বিভিন্ন শংসাপত্র দেওয়া থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম একজন উপাচার্য না থাকার জেরে ভীষণভাবে ব্যহত হচ্ছিল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই অভিযোগ যাচ্ছিল রাজভবনে। এরই মধ্যে রাজ্যপাল সিদ্ধান্ত নেন যে উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলির দায়িত্ব এবার থেকে তিনিই সামলাবেন।
আরও পড়ুন- বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত, প্রবল বৃষ্টি এবার কাঁপুনি ধরাবে! তালিকায় কোন কোন জেলা?
কোনও সমস্যা হলে ছাত্রছাত্রীদের তাঁর সঙ্গে ফোন বা ইমেলে যোগাযোগ করতে বলেছিলন রাজ্যপাল। শুধু তাই নয়, প্রয়োজনে রাজভবনে গিয়েও তাঁর সঙ্গে দেখা করা যেতে পারে বলে জানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার রাজ্যের উপাচার্যহীন ১৬টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল।
এদিকে, রাজ্যপালের সঙ্গে নবান্নের সংঘাত বেড়েই চলেছে। শনিবারই রাজ্যের সরকার পোষিত সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রারকে বিজ্ঞপ্তি পাঠিয়েছে রাজভবন। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মীরা সরকারি নির্দেশ মানতে বাধ্য নন। তাঁদের উপাচার্যের নির্দেশই মানতে হবে। তবে উপাচার্য যদি সরকারি নির্দেশ মানতে বলেন সেক্ষেত্রে সেই নির্দেশ কর্মীরা মানতেই পারেন।