/indian-express-bangla/media/media_files/2025/05/12/pDMjuZ4QTkqMeDj7QmB7.jpg)
তিন প্রধানমন্ত্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতা! সামলাচ্ছেন বিদেশ সচিবের গুরুদায়িত্ব, চিনুন বিক্রম মিস্রি-কে?
India Foreign Secretary Vikram Misri: ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘনের বিষয়ে তার স্পষ্ট ও দৃঢ় অবস্থানের কারণে তিনি শিরোনামে। তিন দশকেরও বেশি সময় ধরে কূটনৈতিক ও জনসেবায় অবদান রাখার পর, ২০২৪ সালের ১৫ জুলাই ভারতের ৩৫তম বিদেশ সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিক্রম মিস্রি।
বিক্রম মিস্রি ৭ নভেম্বর, ১৯৬৪ সালে শ্রীনগরে জন্মগ্রহণ করেন। তাঁর প্রাথমিক জম্মু ও কাশ্মীরে। এরপর গোয়ালিয়রের সিন্ধিয়া স্কুল থেকে পড়াশোনা শেষ করেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজ থেকে ইতিহাসে স্নাতক এবং এক্সএলআরআই জামশেদপুর থেকে এমবিএ সম্পন্ন করার পর, তিনি তিন বছর বিজ্ঞাপন সংস্থায় কাজ করেন। ১৯৮৯ সালে IFS হিসাবে তিনি দায়িত্ব পালন শুরু করেন।
সংঘর্ষ বিরতি ঘোষণায় সোশ্যাল মিডিয়ায় ধেয়ে এল কটাক্ষের বান, তড়িঘড়ি বিরাট পদক্ষেপ বিক্রম মিসরির
বিক্রম মিস্রির আই. কে. গুজরাল, মনমোহন সিং ও নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব হিসেবে দক্ষতার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি স্পেন, মায়ানমার এবং চিনে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন।
সম্প্রতি, ভারত ও পাকিস্তান ১০ মে সন্ধ্যা থেকে স্থল, আকাশ ও সমুদ্রপথে সমস্ত সামরিক অভিযান বন্ধ করতে সম্মত হয়। কিন্তু যুদ্ধবিরতির মাত্র কয়েক ঘণ্টা পরই পাকিস্তান ফের শ্রীনগরে ড্রোন হামলা। সীমান্তে গুলিবর্ষণের মাধ্যমে লঙ্ঘন করে চুক্তি। জম্মু-কাশ্মীর, গুজরাট, রাজস্থান ও পাঞ্জাবে ড্রোন অনুপ্রবেশ করে। সবকটি ভারতীয় সেনাবাহিনী প্রতিহত করে।
ভয়ঙ্কর পথ দুর্ঘটনা! মৃত্যুমিছিল, হাহাকার, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে একের পর এক দেহ
শনিবার রাত ১১টায় এক সংবাদ সম্মেলনে বিদেশ সচিব বিক্রম মিস্রি জানান, পাকিস্তানের এই আচরণ বিশ্বাসঘাতকতার সমতূল্য। তিনি আরও বলেন, "ভারত এই লঙ্ঘনগুলিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছে এবং আমাদের সেনাবাহিনীকে প্রয়োজনে প্রতিক্রিয়া জানানোর সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।"