Advertisment

Agitation Against Rekha Patra: লাঠি-বাঁশ হাতে গ্রামবাসীদের ধাওয়া, গাড়ি ঘুরিয়ে কোনক্রমে পালিয়ে বাঁচলেন বিজেপির রেখা

Lok-Sabha Election 2024: জানা গিয়েছে, এই ঘটনার পর সন্দেশখালির প্রতিবাদী মুখ তথা বসিরহাটের বিজেপি পার্থী রেখা পাত্রকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এখন থেকে রেখাকে এক্স-ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
villagers agitation against basirhat bjp candidate Rekha Patra X category security lok-sabha election 2024 , বসিরহাটের খড়িডাঙায় বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের

Basirhat: বিক্ষোভকারী গ্রামবাসীদের সঙ্গে তর্কাতর্কিতে রেখা পাত্র।

Rekha Patra BJP: মঙ্গলবার বেলা বাড়তেই রণক্ষেত্র বসিরহাটের খড়িডাঙা গ্রাম। ঘটনার সূত্রপাত সোমবার। বসিরহাট লোকসভার অন্তর্গত খড়িডাঙা গ্রামে বিজেপির দেওয়াল লিখনের উপর কালি ছেঁটানো ঘিরে উত্তেজনা ছড়ায়। প্রতিবাদ করতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মী সমর্থকদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মঙ্গলবার বিজেপি প্রার্থী রেখা পাত্র ওই গ্রামে আহত দলীয় কর্মীদের দেখতে যান। এরপরই তাঁকে ঘিরে তৃণমূল কর্মীরা বিক্ষোভ শুরু করেন বলে অভিযোগ।

Advertisment

রেখাকে গো-ব্যাক স্লোগান দেওয়া হয়। গ্রামের মহিলারা রেখাকে ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। মেজাজ হারান রেখাও। আঙুল উঁচিয়ে গ্রামবাসীদের সঙ্গে তরজায় জড়ান বিজেপি প্রার্থী। গোলমালে ভন্ডুল হয়ে যায় রেখার প্রচার।

এরপর রেখা পাত্র ঘটনাস্থল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে তৃণমূল কর্মীর সমর্থকরা বিজেপি প্রার্থীকে পিছন থেকে ধাওয়া করেন। শুরু হয়ে যায় তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা, হাতাহাতি। চলে মারধর। তৃণমূলের এক মহিলা কর্মীর অভিযোগ যে, তাঁকে শ্লীলতাহানি করা হয়েছে।

আরও পড়ুন- Lok Sabha Election 2024: ৫ বছরে আয় বেড়েছে ৬ গুণের বেশি, তাও TMC প্রার্থীর ‘বাহন’ শুধুই একটি ‘লজ্ঝরে’ বাইক!

ঘটনাস্থলে পৌঁছে বিজেপি নেত্রী অর্চনার দাবি, বিক্ষোভকারীরা রেখা পাত্র ও তাঁকে মারধর করেছে। সনাতনী ভোট ভাগ করতেই মানুষকে উস্কে দিচ্ছে শাসক দল তৃণমূল। পদ্ম শিবিরের দাবি, খড়িডাঙা গ্রামের প্রধান সমীর বাছার, তাঁর ভাই মৃণাল ও সিভিক ভলান্টিয়ার বাবলু বাছারের মদতেই চলে আক্রমণ।

জানা গিয়েছে, এই ঘটনার পর সন্দেশখালির প্রতিবাদী মুখ তথা বসিরহাটের বিজেপি পার্থী রেখা পাত্রকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এখন থেকে রেখাকে এক্স-ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হবে। সিআইএসএফ জওয়ানরা বিজেপি প্রার্থীকে ঘিরে থাকবেন।

Basirhat tmc Basirhat BJP Candidate Rekha Patra Rekha Patra bjp loksabha election 2024
Advertisment