আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল নেতার ছবি ভাইরাল সোশাল মিডিয়ায়। ছবি ভাইরাল হতেই শোরগোল রাজনৈতিক মহলে। পঞ্চায়েত ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে শাসকদল। বিস্ফোরক অভিযোগ বিজেপির। খেলনা বন্দুক বলে সাফাই তৃণমূল নেতৃত্বের। ঘটনায় বিড়ম্বনা শাসক দল তৃণমূলের।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত মালিওর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রতিকা আক্তারির স্বামী তথা তৃণমূল নেতা মোহাম্মদ আলাউদ্দিন ওরফে সেন্টুর বন্দুক হাতে ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন ওই তৃণমূল নেতা। যা নিয়েই শুরু হয়ে গেছে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক তরজা।
পঞ্চায়েত ভোটের আগে মানুষকে ভয় দেখাতে, সন্ত্রসের আবহ তৈরি করতে চাইছে তৃণমূল। এর জন্য অস্ত্র মজুত করে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। যাতে পঞ্চায়েত ভোটে ভয়ের পরিবেশ তৈরি করে ভোট লুট করতে পারে জোড়-ফুল বাহিনী। এমনটাই অভিযোগ তুলে তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি।
যদিও তৃণমূল নেতা মোহাম্মদ আলাউদ্দিনের দাবি ওই বন্দুক আসল নয়। মেলার খেলনা বন্দুক। একই বক্তব্য শোনা যায় ব্লক তৃণমূল নেতৃত্বের গলায়ও। শাসকদলের পাল্টা দাবি বিজেপির পায়ের তলায় মাটি নেই। তাই তৃণমূলকে নিয়ে কুৎসা করছে।