Advertisment

'রক্তের খেলা বন্ধ করুন', ভোটে ভয়ঙ্কর পরিণতি, 'আটক' পুলিশের কাতর আর্জি, ভাইরাল ভিডিও

চরম আতঙ্ক, ভোট করাতে গিয়ে বিপাকে সরকারি কর্মীদের অনেকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral video of police constable who went to work for panchayat polls and told about the terrible consequences , 'রক্তের খেলা বন্ধ করুন', ভোটে ভয়ঙ্কর পরিণতি, 'আটক' পুলিশের কাতর আর্জি, ভাইরাল ভিডিও

এমনই হিংসার ছবি বাংলার বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছিল পঢ্চায়েত ভোটর দিন। ছবি- শশী ঘোষ

পঞ্চায়েত ভোটে ঘোর অশান্তি দেখেছে বাংলা। ভুরিভুরি হিংসার অভিযোগ তুলেছে বিরোধী দলগুলো। আতঙ্কে শিউরে উঠছেন অনেকেই। এবার পঞ্চায়েত ভোটের রাতে সেই আতঙ্কের বর্ণনা তুলে ধরেছেন খোদ পুলিশ কর্মী। যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রক্ষক পুলিশের মুখের সেই ভয়ঙ্কর কথাগুলোর সঙ্গে মিলে যাচ্ছে বিরোধীদের সুর।

Advertisment

কী বলা হয়েছে ভাইরাল ভিডিও-তে?

একটি ভিডিয়োয় কলকাতা পুলিশের উর্দিধারী এক ব্যক্তিকে দেখা গিয়েছে। তিনি নিজেকে সুকান্ত পাল, কলকাতা পুলিশের কনস্টেবল বলে দাবি করেছেন। ভিডিয়োটিতে তাঁকে প্রথমেই ওই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, 'পূর্ব মেদিনীপুরের রামচক গোপালচক বুথ ৩১-তে ডিউটি করছি। সাড়ে পাঁচটা নাগাদ ভোট শেষ হয়ে গিয়েছে এখানে। এখানে প্রচন্ড গন্ডগোল হচ্ছে।' এরপর থেকেই গণতন্ত্রের উৎসবের দিন নিজেদের শিউরে ওঠা পরিণতির বর্ণনা দিয়েছেন তিনি।

ভিডিওটিতে পুলিশ কনস্টেবল বলেছেন, 'পাশের বুথ থেকে ব্যালট বাক্স বের করে তাতে পেচ্ছাপ করে দিয়েছে। অনেক বুথে ব্যালট বের করে আগুন ধরিয়ে দিয়েছে। আমি সহ এখানে মোট ছ'জন আছে। তার মধ্যে আমিই শুধু কনস্টেবল। ৫ ঘন্টা ধরে সেক্টর অফিসার, ডিপার্টমেন্টের সকলকে ফোন করেও পাইনি। বলির পাঁঠা শুধু কনস্টেবল আর সরকরি কর্মীরা? ভিআইপি অফিসারেরা ৫-৬টা করে ফোর্স নিয়ে ঘুরছে। আর আমাদের দেখার কেউ নেই। আমাদের তালা বন্ধ করে রাখা হয়েছিল। কিছুক্ষণ আগে কারান্টও বন্ধ করে দিয়েছিল। ডিপার্টমেন্টের ফোনে কাউকে পাচ্ছি না। আজ কমিশন বলা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী দেওয়া হল না। শুধু পাবলিকের সহায়তায় কোনওক্রমে বেঁচে আছি।'

এরপরই ভাইরাল ভিডিও-তে প্রশ্ন ছুড়ে দিয়েছেন পঞ্চায়েত ভোটের কাজে কর্তব্যরত কলকাতা পুলিশের ওই কনস্টেবল। ভিডিও-তে তাঁকে বলতে শোনা যাচ্ছে যে, 'আমি কি মানুষরূপে জন্মে ভুল করেছি? প্রিসাইডিং অফিসার না খেয়ে মরার মত পড়ে রয়েছেন। কী দোষ বলুন তো সবার?'

কনস্টেবলের দাবি, 'ভোট বন্ধ করে দিন। ইন্ডিয়ান আইডলে যেভাবে ভোট হয় সেভাবে করুন। এভাবে রক্তের খেলা বন্ধ করুন।'

ভাইরাল ভিডিও
panchayat election 2023 West Bengal police East Midnapore kolkata police
Advertisment