Advertisment

ভোটের দিন খোলা মাঠে ব্যালটবক্স? ভোটারদের 'দুর্ধর্ষ' আশ্বাস তৃণমূল প্রার্থীর!

প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থীর শোরগোল ফেলা আশ্বাস! তুমুল বিতর্ক।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
viral video of tmc candidate's message to place ballot box in the field

ভোটের প্রচারে তৃণমূল প্রার্থী। ছবি: মীনা মণ্ডল।

এ কী কাণ্ড? ভোটের দিন ব্যালটবক্স থাকবে খোলা মাঠে? প্রচারে বেরিয়ে এমনই তো বলতে শোনা গেল খোদ প্রার্থীকেই। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিও-য় দেখা যাচ্ছে, প্রচারে বেরিয়ে জয়নগরের একটি পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী এক মহিলা ভোটারের সঙ্গে কথা বলছেন। তিনি বলছেন, এবার ভোটের দিন ব্যালটবক্স তিনি মাঠে নিয়ে চলে আসবেন। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

Advertisment

পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরের দিন থেকেই অশান্ত বাংলা। খুনের পর খুন, ভাঙচুর, বোমাবাজি, গুলি, সংঘর্ষ বাদ যাচ্ছে না কিছুই। এবারের পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করাতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্ট আগেই এই নির্দেশ দিয়েছিল। পরে সুপ্রিম কোর্টে যায় রাজ্য ও কমিশন। সেখানেও অবশ্য নির্দেশ বদলায়নি।

দেখুন ও শুনুন ভাইরাল হওয়া সেই ভিডিও।

এদিকে ভোটের প্রচার শুরু গিয়েছে পুরোদমে। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পঞ্চায়েত ভোটের প্রচার চলছে দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও। দিন কয়েক আগে এই জেলার জয়নগরের চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার এক বাম সমর্থিত নির্দল প্রার্থী সুব্রত গায়েনের বাড়িতে মনোনয়ন পত্র প্রত্যাহারের হুমকি দেওয়া হয়। তাঁর বৃদ্ধা মায়ের হাতে সাদা থান (কাপড়), রজনীগন্ধা ফুলের মালা ও মিষ্টি দিয়ে আসারও অভিযোগ উঠেছিল।

আরও পড়ুন- ‘হিন্দু বাংলা তৈরিতে জ্যোতি বসুরাও ভোট দিয়েছিলেন’, মমতাকে বিঁধে বললেন দিলীপ

ভয়ঙ্কর এই অভিযোগ উঠেছিল এলাকার তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ওই একই পঞ্চায়েত এলাকার গাববেড়িয়া গ্রামের ২৪০ নম্বর বুথের (গ্রাম সংসদের) তৃণমূল প্রার্থী পারমিতা মণ্ডলের একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। যে ভিডিও-য় দেখা যাচ্ছে, সাধারণ ভোটারদের বাড়ি গিয়ে ওই তৃণমূল প্রার্থী বলছেন, 'নেত্রীর হাত শক্তিশালী করার জন্য ভোট যেন একটাও বাইরে না পড়ে। সব দিদির ব্যালট বাক্সে যেন পড়ে। সেই জন্য বলছি ভোট দেখিয়ে দেবে। আর এবছর ব্যালট বাক্স মাঠে নিয়ে চলে আসব।'

আরও পড়ুন- ফোনে-চিঠিতে অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী, কথা কানেই তুললেন না রাজ্যপাল

যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তবে ইতিমধ্যেই সেই ভাইরাল ভিডিও নিয়ে ময়দানে নেমে পড়েছে বিরোধী দল গুলি। যদিও পারমিতা মণ্ডলের এখন সাফাই, 'ফেক ভিডিও তৈরি করা যায়।' এর পিছনে তৃণমূলেরই একাংশের যোগ রয়েছে বলেও তাঁর সন্দেহ। তবে বিজেপি ও সিপিএম তৃণমূল প্রার্থীর এই ভিডিওকে হাতিয়ার করে তীব্র সমালোচনা করছে। যদিও ওই তৃণমূল প্রার্থীর পাশেই রয়েছে জোড়াফুল নেতৃত্ব।

panchayat election 2023 West Bengal panchayat election tmc Viral Video
Advertisment