West Bengal Horror: আড়িয়াদহ কাণ্ডে জড়িত তৃণমূল ঘনিষ্ঠ জয়ন্ত সিংয়ের আরও একটি ভাইরাল ভিডিও ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের ঘনিষ্ঠ বলে পরিচিত জয়ন্ত সিংয়ের সেই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। ভিডিওর সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।
ভিডিওতে দেখা গিয়েছে, একজলকে একটি ঘরের মধ্যে চ্যাংদোলা করে ঝুলিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে। যাঁকে মারা হচ্ছে তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন এবং সাহায্যের জন্য আর্তনাদ করছেন। বিজেপির দাবি, ভিডিওতে লাঠি হাতে মারতে দেখা গিয়েছে জয়ন্ত সিংকে। সুকান্ত-অমিতদের দাবি, কামারহাটির তালতলা ক্লাবে এক মহিলাকে মারধর করছেন জয়ন্ত এবং তাঁর দলবল।
ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে তাঁরা লিখেছেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে মহিলাদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে। তৃণমূল সরকারের আমলে মানবিকতা ভূলুন্ঠিত। অবিলম্বে এই ঘটনার তদন্ত এবং বিচার চাই।' কিছুদিন আগেই কামারহাটি এলাকার আড়িয়াদহে এক কলেজ পড়ুয়া এবং তাঁর মাকে গণপিটুনিতে অভিযুক্ত হন জয়ন্ত সিং। পরে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। যদিও পুলিশের দাবি, তাঁকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন Rajarhat Incident: মদ্যপানের প্রতিবাদ, বাড়ি বয়ে এসে তেড়ে মার! কাঠগড়ায় তৃণমূল নেতা
সম্প্রতি উত্তর দিনাজপুরের চোপড়া এলাকায় তৃণমূল নেতা তাজিমুল ওরফে জেসিবিকে সালিশি সভায় এক যুগলকে মারধরের ঘটনা শিরোনামে আসে। ঘটনার জেরে রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। বিজেপি-সহ বিরোধী দলগুলি শাসকদলের বিরুদ্ধে সোচ্চার হয়। ঘটনা নিয়ে সংসদেও সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কামারহাটির বিধায়ক মদন মিত্র ঘনিষ্ঠ জয়ন্ত সিংয়ের ভিডিও ঘিরে রাজনীতির উত্তাপ বাড়ছে।