Sandeshkhali: সন্দেশখালির ভিডিও নিয়ে তোলপাড় কাণ্ড। ভাইরাল হওয়া ভিডিও 'ভুয়ো' বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ BJP নেতা গঙ্গাধর কয়াল (Gangadhar Kayal)। অন্যদিকে, সন্দেশখালির (Sandeshkhali) ঘটনায় ষড়যন্ত্র তত্ত্ব খাড়া করে BJP নেতা গঙ্গাধর কয়াল, দলের নেত্রী পিয়ালী দাসদের বিরুদ্ধে FIR দায়ের পুলিশের। সেই মামলায় পিয়ালীর বিরুদ্ধে ভয় দেখানোর ধারা যোগ হয়েছে। একইসঙ্গে সন্দেশখালির ঘটনায় জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল।
লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আবহে সন্দেশখালি নিয়ে ফের তোলপাড় রাজ্য রাজনীতি। পরপর বেশ কয়েকটি ভিডিও ভাইরাল (viral) হয়েছে। সেই ভিডিওগুলিকে ঢাল করে সন্দেশখালির ঘটনার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সোচ্চার রাজ্যের শাসকদল তৃণমূল। BJP-র বিরুদ্ধেই একগুচ্ছ অভিযোগ এনে রাজ্য রাজনীতির আঙিনা তপ্ত করছে জোড়াফুল।
সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে এবার বিজেপি নেত্রী পিয়ালী দাসের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় ভয় দেখিয়ে মিথ্যা কথা বলার ধারা যোগ পুলিশের। বিজেপি নেতা গঙ্গাধর কয়াল, পিয়ালী দাসদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে দায়ের হয়েছে FIR। এমনকী অভিযোগপত্রে নাম রয়েছে বসিরহাটের BJP প্রার্থী রেখা পাত্রেরও (Rekha Patra)।
এক তৃণমূল নেতার করা অভিযোগের ভিত্তিতেই FIR রুজু পুলিশের। এই মামলায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধেও FIR করতে চায় পুলিশ। তবে হাইকোর্টের রক্ষাকবচ থাকায় এব্যাপারে আদালতের দ্বারস্থ হতে পারে পুলিশ।
সন্দেশখালি নিয়ে এই পরপর ভিডিও ভাইরালে বেশ অস্বস্তি পড়ে গিয়েছে বিজেপিও। ভাইরাল ভিডিও-য় আগেই বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বারবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম নিতে শোনা গিয়েছিল। এরপর সেই ভিডিও ভুয়ো বলে পাল্টা সুর চড়াতে থাকে গেরুয়া দল।
আরও পড়ুন- Dipsita Dhar: রচনাকে বেশ পছন্দ দীপ্সিতার! মমতা-কল্যাণের অঙ্গভঙ্গি নিয়েও সপাটে জবাব বাম প্রার্থীর
উল্টোদিকে, সন্দেশখালির এই পরপর ভিডিও ভাইরালে পাল্টা সুর চাড়চ্ছে রাজ্যের শাসকদল তৃণমূলও। আজ অক্ষয় তৃতীয়ার দিনে সন্দেশখালির ঘটনা নিয়ে সরব হতে দেখা গিয়েছে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলনেত্রী শশী পাঁজাকে। তিনি এদিন বলেন, "BJP-র অসত্য চিত্রনাট্য সামনে চলে এল। নারী নির্যাতন হয়নি। মহিলারা এখন এগিয়ে আসছেন। মহিলারা বলছেন, আমরা বুঝতে পারিনি আমরা কোন কাগজে সই করেছি। স্থানীয় বিজেপি নেতারা ভয় দেখাচ্ছেন। তাও মহিলারা এই অসত্যের বিরুদ্ধে তাঁরা লড়ছেন। অনেকে অভিযোগ প্রত্যাহার করে নিতে চাইছেন।"
আরও পড়ুন- Dilip Ghosh: গতকাল IC-র প্যান্ট খুলে নেবেন বলেছিলেন, আজ আরও বেলাগাম দিলীপ! যা বললেন….
শশী পাঁজার আরও দাবি, "জোর করে তাঁদের দিয়ে লেখানো হয়েছে, তাঁদের উপর নির্যাতন হয়েছে। বিজেপির বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ করা হয়েছে। সন্দেশখালি নিয়ে মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধেও নির্বাচন কমিশনে যাবে তৃণমূল। তিনি রাজনৈতিক উদ্দেশে এই কাজ করেছেন। মহিলাদের বদনাম করল বিজেপি। গোটা গ্রাম ব্লক তদুপুরি গোটা রাজ্যের বদনাম করল BJP।"