Advertisment

Burdwan: অজয়ের গর্ভ থেকে উদ্ধার চোখজুড়ানো শিল্পকর্ম! ভক্তিরসে মজে গ্রামবাসীরা

Mangalkot: কী এমন তাক লাগানো ইতিহাসের খোঁজ মিলল অজয় নদের জলে?

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
vishnu Idol recovered from ajay char in mangalkot burdwan , বিষ্ণু মূর্তি অজ নদ মঙ্গলকোট বর্ধমান

West Bengal: অজয় নদ এখনও ইতিহাসকে বয়ে বেরাচ্ছে।

Vishnu Idol Recovered From Ajay Char In Mangalkot: সেন যুগের কাহিনী এখন শুধুমাত্র ইতিহাসের পাতাতেই জানান দেয়। তবে আজয় নদ যেন আজও সে যুগের আধ্যাত্মিক ইতিহাসকে আঁকড়েই বয়ে চলেছে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দারা মাঝে মধ্যেই অজয় নদ থেকে সেন যুগের আরাধ্য দেব দেবীর মূর্তির সন্ধান পাচ্ছেন। এবার অজয় নদে মাছ ধরতে গিয়ে মঙ্গলকোটের আঁতকুল গ্রামের বাসিন্দারা পেলেন সেন যুগের বিষ্ণু মূর্তি! তিন ফুট উচ্চতার কালো পাথরের দণ্ডায়মান বিষ্ণু মূর্তিটিকে গ্রামের শিব মন্দিরে রেখে তার পুজোপাঠ করছেন বাসিন্দারা। বিষ্ণুদেবের পুজো অর্চনা ঘিরেই এখন মাতোয়ারা আঁতকুল গ্রাম। মূর্তি একবার সচক্ষো দেখতে বহু মানুষ ভিড় জমাচ্ছেন।

Advertisment

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আঁতকুল গ্রামের বাসিন্দা চন্দন, অক্ষয় ও লক্ষ্মন মাঝিরা সোমবার অজয় নদে মাছ ধরতে যান। জাল ফেলতেই তাঁদের পায়ে ভারী কিছু একটা ঠেকে। সঙ্গে সঙ্গেই তাঁরা সেটিকে উদ্ধারে তৎপর হন। কাদা মাখা অবস্থায় থাকা বস্তুটি নদি থেকে পাড়ে তুলে নিয়ে এসেই চন্দন, অক্ষয়, লক্ষণরা বুঝতে পারেন তাঁদের উদ্ধার করা বস্তুটি আসলে দেবতার মূর্তি। এরপর তাঁরা মূর্তিটি জলে ভাল করে ধুয়ে পরিস্কার করেন। ট্র্যাক্টরে চাপিয়ে মূর্তিটিকে তাঁরা গ্রামের শিবমন্দিরে নিয়ে গিয়ে রাখেন। তখন দেখা যায় মূর্তিটির ডান চোখ ও একটি হাতে ক্ষত রয়েছে। এছাড়াও মূর্তিটির দুই পাশে খোঁদাই করা নারী মূর্তিও দেখা যায়। তবে মূর্তিটি যে বিষ্ণুমূর্তি তা গ্রামবাসীদের বুঝতে অসুবিধা হয়নি। ওই দিন সন্ধ্যায় মূর্তিটির সামনে কীর্তনের আসর বসান গ্রামবাসীরা।

publive-image
উদ্ধার হওয়া সেই বিষ্ণু মূর্তি।

আঁতকুল গ্রামের বাসিন্দা সত্যহরি ঘোষ বলেন, 'আমাদের আঁতকুল গ্রামে একটি শিব মন্দিরেই আপাতত মূর্তিটি রাখা হয়েছে। গ্রামে আলাদা মন্দির গড়ে তুলে সেখানে বিষ্ণু মূর্তিটি প্রতিষ্ঠা করার ইচ্ছা রয়েছে। সেইমত উদ্যোগ নেওয়া হচ্ছে।' তাঁর সংযোজন, 'মূর্তিটি নদি থেকে গ্রামে নিয়ে আসার পর পুলিশ এসেছিল। গ্রামবাসীরা সবাই পুলিশকে জানিয়ে দেয় মূর্তিটি গ্রামের মন্দিরে রেখেই পুজোপাঠ হবে। মূর্তিটি গ্রামে যাতে নিরাপদে থাকে তার ব্যবস্থা করারও আবেদন জানানো হয়েছে পুলিশকে।' গ্রামের পূজারী রমাপ্রসাদ চট্টোপাধ্যায় বুধবার বলেন, 'বিষ্ণু মূর্তিটিকে ঘিরে গ্রামের বাসিন্দারা শ্রদ্ধা ও আবেগে মগ্ন। তারা ভক্তিভরে মূর্তিটির নিয়মিত পুজো পাঠের আয়োজনও করছেন।'

আরও পড়ুন- Sayani Das: বিশ্বের দরবারের বঙ্গতনয়ার জয়জয়কার, প্রতিকূলতাকে হারিয়ে বিরাট সাফল্য ‘জলকন্যা’ সায়নীর

কাটোয়ার ইতিহাস গবেষক স্বপন ঠাকুর উদ্ধার হওয়া মূর্তিটি প্রসঙ্গে বলেন, 'অনুমান করা হচ্ছে মূর্তিটি সেন যুগের শেষের দিকের বিষ্ণু মূর্তি। মূর্তিটির চালিতে দেখতে পাওয়া সর্পছত্র অনুযায়ী মূর্তিটি লোকেশ্বর বিষ্ণু বা অনন্ত বিষ্ণু বলে মনে হচ্ছে। এ নিয়ে সরকারি উদ্যোগে গোটা মঙ্গলকোট এলাকা নিয়ে গবেষনার প্রয়োজন রয়েছ।'

East Burdwan Mangolkot burdwan Ajay
Advertisment