Advertisment

'স্তাবক পরিবৃত মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন', মমতার হুঙ্কারের পাল্টা এবার বিশ্বভারতী

নজিরবিহীন আক্রমণ...

author-image
IE Bangla Web Desk
New Update
visva bharati criticize cm mamata banerjee chancellor bidyut chakrabarty amartya sen, 'স্তাবক পরিবৃত মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন', মমতার হুঙ্কারের পাল্টা এবার বিশ্বভারতী

এবারের বীরভূম সফরে আগাগোড়া বিশ্বভারতীকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ির জমি ইস্যুতে 'শেষ দেখে ছাড়ব' বলে চ্যালেঞ্জ ছুড়েছেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দিকে। অন্যদিকে ওই বিশ্ববিদ্যালের এক অধ্যাপক ও কয়েকজন পড়ুয়ার সঙ্গে সাক্ষাতের পর মমতা বন্দ্যোপাধ্যায় রাখঢাক না রেখেই বলেছেন, 'নানাভাবে অত্যাচার চলছে।' তাঁর হুঁশিয়ারি, গৈরীকিকরণ করার জন্য বুলডোজ করলে একটা লোক সঙ্গে না থাকলেও তিনি থাকবেন। এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নজিরবিহীনভাবে পাল্টা তোপ দাগল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

Advertisment

বুধবার একটি প্রেস বিবৃতি প্রকাশ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই প্রেস বিবৃতিতে মহুয়া বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর রয়েছে। অধ্যাপক ও পড়ুয়াদের সঙ্গে আলোচনা শেষে মুখ্যমন্ত্রীর দাবিকে প্রেস বিবৃতিতে মারফৎ মূলত নস্যাৎ করা হয়েছে।

বিশ্বভারতীর প্রেস বিবৃতিতে উল্লেখ, 'পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন। কারণ তাঁকে তাঁর স্তাবকরা যা শোনান তাই বিশ্বাস করেন এবং টিপ্পনি করেন।' বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ শেষে মমতার মন্তব্যকে, 'দায়িত্বজ্ঞাহীন' বলা হয়েছে। বিশ্বভারতীয় ৪৭৩ জন অধ্যাপক, ১৫ হাজার পড়ুয়া এবং ৭৫০ জন কর্মচারীর মধ্যে ১জন অধ্যাপক ও ৬জন ছাত্র-ছাত্রীর সঙ্গে কথা বলে কীভাবে ওই মন্তব্য করলেন তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সংশ্লিষ্ট অধ্যাপক ও পড়ুয়াদের বিষয়টি আদালতের বিচারাধীন হলেও মুখ্যমন্ত্রী 'তথ্যগত ভুল' মন্তব্য করেছে বলে দাবি করা হয়েছে।

publive-image
বিশ্বভারতী প্রকাশিত প্রেস বিবৃতির অংশ

মুখ্যমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল তোলা নিয়েও 'বিরূপ' মন্তব্য করেছেন বলে দাবি করা হয় ওই প্রেস বিবৃতিতে। দেওয়াল তোলার প্রক্রিয়া তিন যুগ আগের হলেও কেন আশ্রমিকরা তখন প্রতিবাদ করেননি? জানতে চাওায়া হয়েছে। বিশ্বভারতীয় সাফ দাবি, একাংশের 'আশ্রমিকদের মৌরসীপাট্টা বন্ধ হয়েছে। তাই তাঁদের গাত্রোদাহ। তাঁরা আশ্রমে তাঁদের অধিকার প্রতিষ্ঠা করতে চান। কিন্তু ভুলে যান অধিকার ও কর্তৃব্য ওতপ্রোতভাবে জড়িত। মুখ্যমন্ত্রী নিশ্চই তাই ভাবেন-- আশা কপি।'

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কারাবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। জেলে অনুব্রত মণ্ডলও। যা নিয়েও এদিন ওই প্রেস বিবৃতিতে কটাক্ষ করা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। বিশ্বভারতীর হুঁশিয়ারি, 'যদি স্তাবক পরিবৃত থাকতে ভালবাসেন তাহলে সামনে আরও বিপদের সম্মুখীন হবেন।'

প্রেস বিবৃতির একদম শেষে উল্লেখ, 'বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। তাই আপনার আশীর্বাদ না থাকলে আমাদের সুবিধা।' পড়ুয়া ও মাস্টারমশাইদের ভুল পথে চালানা না করার জন্য মমতাকে অনুরোধ করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পরামর্শ, 'চোখ দিয়ে দেখুন, কান দিয়ে নয়।'

visva bharati Mamata Government Visva-Bharati University Mamata Banerjee Bidyut Chakraborty
Advertisment