Advertisment

পৌষ মেলার মাঠে ফের পাঁচিল দেওয়ার কাজ শুরু

পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করেই গত ১৭ অগাস্ট রণক্ষেত্র হয়ে ওঠে শান্তিনিকেতন। স্থানীয় তৃণমূলি বিধায়কের নেতৃত্বে ভাঙচুরের অভিযোগ ওঠে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফের শুরু হল শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠ ঘেরার কাজ। আদালত গঠিত কমিটির তত্ত্বাবধানে সোমবার সকালে মেলার মাঠ পাঁচিল দিয়ে ঘেরার কাজ শুরু করেছেন ঠিকাদার সংস্থার কর্মীরা। জানা গিয়েছে আগামী চার মাস এই কাজ চলবে।

Advertisment

রবিবার দ্বিতীয়বারের জন্য শান্তিনিকেতনে যান কলকাতা হাইকোর্টের গঠিত কমিটির চার সদস্য। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, আশ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর কমিটির সদস্যরা জানিয়েছিলেন যে, পৌষ মেলার মাঠ ঘেরার কাজ দ্রুত শুরু হবে।

পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করেই গত ১৭ অগাস্ট রণক্ষেত্র হয়ে ওঠে শান্তিনিকেতন। পাঁচিল দেওয়ার কাজ চলাকালীন স্থানীয় তৃণমূলি বিধায়কের নেতৃত্বে ভাঙচুরের অভিযোগ ওঠে। উল্লেখ্য, গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে মেলার মাঠ ঘেরার কাজ চালছিল। রাজ্যের শাসক দলের মতে, পাঁচিল দিয়ে মাঠ ঘেরা বিশ্বভারতীয় মূল ভাবধারার ও ঐতিহ্য বিরোধী।

অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌষ মেলার মাঠে অঞ্চলে ১৪৪ ধারা লাগুর দাবি জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। জেলা পুলিশ প্রশাসনকে লিখিত আকারে সেই দাবি পেশ করা হয়। চিঠিতে নতুন করে হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বিশ্বভারতী সূত্রে খবর, পৌষ মেলা মাঠে পাঁচিল দেওয়ার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে কয়েক দিনের মধ্যেই ফের শান্তিনিকেতনে যাবেন আদালত গঠিত কমিটির চার সদস্য। জানা গিয়েছে, মেলার মাঠে থাকবে ৮টি গেট থাকবে। নিরাপত্তার দায়িত্বে স্থানীয় প্রশাসন। মাঠের চারিদিকে একাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

visva bharati
Advertisment