বিশ্বভারতীর উপাচার্যকে 'বিজেপির লোক' বলে আগেই দেগে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার উপাচার্যকে 'মোদীর চাকর-বাকর' বলে কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।
কী বলেছেন উদয়ন গুহ?
নিজের মন্তব্যের কারণে প্রয়াই বিতর্কে জড়ান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। সেই ধারা অব্যহত। এবার বিশ্বভারতীর উপাচার্যকে বেনজির আক্রমণ করেছেন তিনি।
উদয়ন গুহ বলেন 'ভোটে জিততে পারেনি বিজেপি। সেই কারণেই উপাচার্যের মত (বিদ্যুৎ চক্রবর্তী) চাকর-বাকর পাঠিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হচ্ছে।'
জমি জটকে কেন্দ্র করে বিশ্বভারতী আগেই নোটিস দিয়েছে অর্মত্য সেনকে। অর্থনীতিতে তাঁর নোবেল প্রাপ্তি নিয়েও উপাচার্যের মুখে বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছে। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীচীতে গিয়ে স্বয়ং অর্মত্য সেনের সঙ্গে দেখা করেছেন। বাড়ির মূল দলিল তুলে দিয়ে নোবেলজয়ীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়কে গৈরীকীকরণের চেষ্টা চালাচ্ছেন বলেও তোপ দেগেছিলেন।
পাল্টা বিশ্বভারতী বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। বিবৃতিতে লেখা ছিল, 'মুখ্যমন্ত্রী স্তাবক পরিবৃত হয়ে কান দিয়ে দেখেন।' এইসবের মধ্যেই বেলাগাম মন্তব্য করে বিতর্কে ঘি ঢাললেন রাজ্যের মন্ত্রী।