SIR 2025: ভোটের আগে ভোটার যাচাই! SIR-এ কোন কোন নথি লাগবে? জেনে নিন ঝটপট

SIR-এর দ্বিতীয় দফা শুরু করল নির্বাচন কমিশন। বাড়ি-বাড়ি যাচাইয়ে বাদ পড়তে পারে পুরোনো নাম। জেনে নিন কীভাবে নিশ্চিত করবেন নিজের নাম তালিকায়। SIR-এ আবশ্যিক কোন কোন নথি?

SIR-এর দ্বিতীয় দফা শুরু করল নির্বাচন কমিশন। বাড়ি-বাড়ি যাচাইয়ে বাদ পড়তে পারে পুরোনো নাম। জেনে নিন কীভাবে নিশ্চিত করবেন নিজের নাম তালিকায়। SIR-এ আবশ্যিক কোন কোন নথি?

author-image
Nilotpal Sil
New Update
ECI, voter list revision, SIR 2025, electoral rolls update, West Bengal voters, voter verification,ভোটার তালিকা, ভোটার যাচাই, নির্বাচন কমিশন, এসআইআর, ভোটার সংশোধন, পশ্চিমবঙ্গ ভোটার, নাম যাচাই

SIR 2025: শুরু এসআইআর।

নির্বাচন কমিশন (ECI) দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision বা SIR)-এর দ্বিতীয় দফা শুরু করেছে ২৮ অক্টোবর, ২০২৫ থেকে।
 
এই ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল হল — আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গোয়া, পুদুচেরি, ছত্তিশগড়, গুজরাট, কেরল, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং লক্ষদ্বীপ। এই পর্যায়ের সংশোধনের আওতায় আসছে প্রায় ৫১ কোটি ভোটার। এদিকে ২০২৬-এ রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন। সেই আবহে এসআইআর নিয়ে বিরোধিতাও শুরু হয়েছে। 

Advertisment

আরও পড়ুন- West Bengal news live updates:SIR আতঙ্কে আত্মহত্যা! বারাকপুরে গৃহবধূর মৃত্যুতে তুমুল চাঞ্চল্য, গ্রেফতার শ্বশুর-শাশুড়ি

প্রথম দফার অভিজ্ঞতা:

এর আগে বিহারে অনুষ্ঠিত হয়েছিল SIR-এর প্রথম দফা। সেখানে ভোটার তালিকা পুনর্বিবেচনার পর ৬৮ লক্ষাধিক নাম মুছে ফেলা হয়েছিল বলে কমিশনের তরফে জানানো হয়েছে।

Advertisment

আরও পড়ুন-Suvendu Adhikari:'বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়ো, পালাও!', SIR ইস্যুতে হুংকার শুভেন্দুর

দ্বিতীয় দফার সময়সূচি:

এই পর্যায়ে বাড়ি-বাড়ি গণনা (house-to-house enumeration) চলবে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত।
এরপর খসড়া ভোটার তালিকা (draft rolls) প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর, ২০২৫-এ।

আরও পড়ুন-Kolkata News:‘হাজিরা নেই, মর্যাদাও নেই’, SIR নিয়ে BLO-দের প্রশিক্ষণে ক্ষোভের আগুন নজরুল মঞ্চে

কোন কোন নথি লাগবে:

নির্বাচন কমিশন ‘Indicative (not Exhaustive) Documents’ নামে প্রয়োজনীয় নথির একটি তালিকা প্রকাশ করেছে, যা ভোটার তালিকা সংশোধনের সময় ব্যবহার করা যাবে।

নথিগুলির তালিকা:

১. কেন্দ্র বা রাজ্য সরকার/পিএসইউ কর্মী বা পেনশনভোগীর পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার
২. ভারত সরকার/ব্যাংক/স্থানীয় কর্তৃপক্ষ বা পিএসইউ কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র/সনদপত্র
৩. স্বীকৃত কর্তৃপক্ষের জন্ম সনদ
৪. পাসপোর্ট
৫. মাধ্যমিক বা উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানের সনদপত্র
৬.রাজ্য কর্তৃপক্ষের প্রদত্ত স্থায়ী বাসিন্দা সনদ (Permanent Resident Certificate)
৭.বন-অধিকার সনদ (Forest Rights Certificate)
৮. ওবিসি/এসটি/এসসি বা অন্য যেকোনো জাতিগত সনদপত্র
৯. জাতীয় নাগরিক নিবন্ধনপত্র (NRC), যেখানে বিদ্যমান
১০. রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের প্রস্তুতকৃত পরিবার নিবন্ধন
১১. সরকারি সংস্থার প্রদত্ত জমি বা বাড়ি বরাদ্দ সনদ
১২.আধার সংক্রান্ত বিষয়ে কমিশনের নির্দেশ (পত্র নং ২৩/২০২৫-ইআরএস/ভলিউম II, তারিখ ৯.০৯.২০২৫ অনুযায়ী)

আরও পড়ুন-LPG price:মাস পয়লায় বাম্পার সুখবর! হু হু করে কমল রান্নার গ্যাসের দাম

নির্বাচন কমিশন জানিয়েছে, গৃহগণনা চলাকালীন কোনো নথি জমা দিতে হবে না। সংশ্লিষ্ট নথি কেবল যাচাই ও খসড়া প্রকাশের পর্যায়ে প্রযোজ্য হবে।

SIR west bengal latest news Voter Card Voter West Bengal News