/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/Mamata-Drawing.jpg)
নিজে একজন চিত্রশিল্পী হওয়ায় মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর ছবি এঁকে উপহার দেওয়ার ইচ্ছে হয় তাঁর।
নিজের শরীরের রক্ত দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকলেন যুবক। বছর ২১ বয়সী সুরজিৎ রায় দুর্গাপুর আমরাই গ্রামের বাসিন্দা। উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর এখন তিনি ছবি আঁকা শেখান এলাকার খুদেদের। নিজে একজন চিত্রশিল্পী হওয়ায় মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর ছবি এঁকে উপহার দেওয়ার ইচ্ছে হয় তাঁর। আর সেই ছবিই মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন সুরজিৎ।
ছোটবেলা থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ তাঁকে আকৃষ্ট করে বার বার। মুখ্যমন্ত্রী দুর্গাপুর সফর আসতেই মুখ্যমন্ত্রীর হাতে ছবি তুলে দেবেন তিনি বুধবার। দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকের আগেই তিনি মুখ্যমন্ত্রী ওই ছবি হাতে তুলে দিতে চাইছেন।
আরও পড়ুন হাতের চমকে ‘আগুনে’ ছবি! গিনেস বুক অফ রেকর্ডসের স্বপ্নে বিভোর সমরেশ
নিজের রক্ত দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকলেন দুর্গাপুরের যুবক সুরজিৎ রায়।
Express Video: Anirban Karmakar pic.twitter.com/IP1woGyPkU— Indian Express Bangla (@ieBangla) June 29, 2022
এই ছবি আঁকার জন্য বাড়ি থেকে কোনও বকাবকি তাঁকে করা হয়নি বলে তিনি জানিয়েছেন। বরং তাঁকে উৎসাহ জুগিয়েছে তার পরিবারের লোকজন। ওই যুবক জানিয়েছেন, কিছুদিন আগে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর রক্ত পরীক্ষা করতে রক্ত শরীর থেকে স্বাস্থ্য কর্মীরা সংগ্রহ করেন। ওই সংগ্রহ করা রক্ত থেকে ওই যুবক কিছুটা রক্ত ছবি আঁকার জন্য রেখেছিলেন। ওই রক্ত দিয়ে তিনি মুখ্যমন্ত্রীর ছবি আঁকেন।