Advertisment

পয়লা বৈশাখই 'পশ্চিমবঙ্গ দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যপাল বেঁকে বসলে? কড়া উত্তর মমতার

'পশ্চিমবঙ্গ দিবস' পালন নিয়ে বিধানসভায় ধ্বনি ভোটে পাশ রাজ্যের প্রস্তাব।

author-image
IE Bangla Web Desk
New Update
wb assembly passed the proposal to observe poila baisakh as west bengal day

রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

'পশ্চিমবঙ্গ দিবস' পালন নিয়ে এবার আর কোনও আপত্তি মানবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় ধ্বনি ভোটে পাশ রাজ্যের প্রস্তাব। এবার সেই প্রস্তাবেই সই করার পালা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যপালকে ওই প্রস্তাবে সই না করতে তাঁরা অনুরোধ জানাবেন। জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও পাল্টা জানিয়েছেন, রাজ্যপাল বিলে সই করুন বা না করুন তাতে তাঁদের কিছু যায় আসে না। তাহলে কোন দিনটিতে 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে পালন করবে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন রাজ্য সরকার? বিধানসভাতেই আজ স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

Advertisment

এদিন কী বলেছেন মুখ্যমন্ত্রী?

"এবছর ২০ জুন বাংলার প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে, এটা এর আগে কোনওদিনও শুনিনি। কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়েছিলাম। রাজ্যপালকে আমরা অনুরোধও করেছিলাম এটা করবেন না। একটা রাজনৈতিক দলের মাথায় একটা দিন এল আর সেটাই করে দিল। কিন্তু সব কিছু তো চাপিয়ে দেওয়া যায় না।"

কবে পালন হবে 'পশ্চিমবঙ্গ দিবস'? সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজন মুখ্যমন্ত্রীকে যা বলেছেন সেটাই আজ বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী।

"নবান্নে সাহিত্যিক, শিল্পী, শিল্পজগত, ক্রীড়াজগত-সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজনকে নিয়ে বৈঠক করেছি। হিন্দু মহাসভাও এব্যাপারে তাঁদের মতামত দিয়েছে। ৯৯ শতাংশ মানুষ বলেছেন পয়লা বৈশাখের কথা। কিন্তু বিরোধী দলনেতা বলেছেন পয়লা বৈশখা 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে পালনের প্রস্তাবে রাজ্যপালকে সই করতে দেবেন না। রাজ্যপাল সই না করলেও আমাদের কিছু যায় আসে না। আমরা এটিকে পালন করবই। দেখি কার শক্তি বেশি। জনগণের না রাজ্যপালের? সব কিছু চাপিয়ে দিলে চলবে না।"

আরও পড়ুন- এতদিন কেন বাংলার প্রতিষ্ঠা দিবস পালন হয়নি? জবাব দিলেন মমতা

পয়লা বৈশাখকেই 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বললেন…

"বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনটাই পয়লা বৈশাখ। ওই দিন থেকেই মানুষ শুভ কাজের সূচনা করেন। তাই পয়লা বৈশাখকেই আমরা 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে ঘোষণা করতে চাই। এছাড়াও 'বাংলার মাটি, বাংলার জল' গানটিকে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করতে চাই। কে সাপোর্ট করল আর কে করল না তাতে কিছু যায় আসে না। আমাদের নির্দেশ থাকবে, আমরা পয়লা বৈশাখই পশ্চিমবঙ্গ দিবস পালন করব। আর বাংলার সঙ্গীত হিসেবে পালন করব বাংলার মাটি, বাংলার জল।"

Governor West Bengal Mamata Banerjee cv ananda bose
Advertisment